ভূমি মন্ত্রণালয় খতিয়ান অনুসন্ধান: আজকের আমরা জানবো, জমির কাগজ অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন। অর্থাৎ জমির বিভিন্ন ধরনের খতিয়ান কিভাবে ডাউনলোড করবেন এবং সার্টিফাইড কপির জন্য কিভাবে আবেদন করবেন। অথবা জমির দাগ নাম্বার দিয়ে বা জমির খতিয়ান নাম্বার দিয়ে অথবা জমির মালিকের নাম দিয়ে কিভাবে জমির কাগজ ডাউনলোড করবেন বা সার্টিফাইড কপির জন্য আবেদন করবেন।
কিভাবে অনলাইনে জমির খতিয়ান/পর্চা পাবেন (খতিয়ান অনুসন্ধান)
প্রথমে আমরা কম্পিউটার বা মোবাইল ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবো। এরপর eporcha.gov.bd লিখে সার্চ করবো। এরপর প্রথমেই eporcha gov bd ওয়েবসাইট টি পেয়ে যাবেন এবং সেই ওয়েবসাইটে প্রবেশ করুন। এরপর “সার্ভে খতিয়ান” এর উপর ক্লিক করুন। এরপর আপনি কোনো বিভাগ সিলেক্ট করুন। এরপর জেলা সিলেক্ট করুন। এরপর উপজেলা সিলেক্ট করুন। এরপর খতিয়ানের ধরন সিলেক্ট করুন। অর্থাৎ আপনি যে ধরনের খতিয়ান চান।
- বিআরএস খতিয়ান, সিএস খতিয়ান, আরএস খতিয়ান, এসএ খতিয়ান, দিয়ারা খতিয়ান, পেটি খতিয়ান হতে পারে। আপনি সেটা নিতে চাচ্ছেন সেটার উপর ক্লিক করুন।
- ক্লিক করার পর আপনার মৌজা লিস্ট দেখতে পাবেন। আপনি যে মৌজার জমি অনুসন্ধান করতে চাইছেন।
- সেই মৌজা সিলেক্ট করুন। এরপর খতিয়ান নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন। যদি খতিয়ান নাম্বার না থাকে তাহলে “অধিকতর অনুসন্ধান” এ ক্লিক করুন।
- এরপর জমির মালিকের নাম অথবা দাগ নাম্বার দিয়ে সার্চ করুন। এরপর যে খতিয়ান টি দেখতে চাচ্ছেন সেটার উপর ক্লিক করুন।
- এরপর বিস্তারিত দেখতে পাবেন। যেমন- দাগ নাম্বার, দখলদার/মালিকের নাম, খতিয়ান নাম্বার দেখতে পাবেন।
- আপনি যদি খতিয়ান টি সার্টিফাইড কপির জন্য আবেদন করতে চান, তাহলে “খতিয়ান আবেদন” অপশনে ক্লিক করুন।
- এরপর আপনার জাতীয় পরিচয় পত্র নাম্বার, জন্ম তারিখ এবং জাতীয় পরিচয় পত্র অনুযায়ী ইংরেজিতে নাম এবং আপনার মোবাইল নাম্বার দিতে হবে।
- এরপর একটি যোগফল নির্ণয় করতে হবে। এবং ইমেইল ও ঠিকানা দিতে হবে।
- এরপর “আবেদনের ধরন” সিলেক্ট করুন। অর্থাৎ আপনি অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন অথবা সার্টিফাইড কপি আবেদন করতে পারবেন।
- অনলাইন কপি ডাউনলোড করার জন্য ১০০/= টাকা পেমেন্ট করতে হবে এবং সাথে সাথে ডাউনলোড করতে পারবেন ।
- সার্টিফাইড কপি নিতে হলে আবেদনের সময় বিকাশ/ নগদ/রকেট / উপায়, মাধ্যমে অনলাইনে ৳১০০/= টাকা ফি পরিশোধ করতে হবে।
- সার্টিফাইড কপি টি আপনি দুই ভাবে নিতে পারবেন। অফিস কাউন্টার এবং ডাক যোগে নিতে পারবেন। ডাক যোগে নিতে ১৪০/= টাকা পেমেন্ট করতে হবে।
আপনি চাইলে ডাক যোগে দেশের ভেতরে বা দেশের বাহিরে নিতে পারবেন। এরপর বিশ মিনিটের মধ্যে আবেদনের রিসিভ কপি ডাউনলোড করতে হবে। আবেদনের রিসিভ কপিতে সার্টিফাইড কপি ডেলিভারির তারিখ দেওয়া থাকবে। এবং নির্দিষ্ট তারিখে জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুম বরাবর যোগাযোগ করে সার্টিফাইড কপি টি হাতে পেয়ে যাবেন। তবে লক্ষ্য রাখবেন,আবেদনের সময় মৌজার নাম এবং জেএল নং যে কোনো একটি ও ভুল থাকলে আবেদন করবেন না। তাৎক্ষণিক ভূমি অফিস থেকে নিবেন।
অনলাইনে খতিয়ান ডাউনলোড সংক্ষিপ্ত পদ্ধতি
eporcha. gov. bd ওয়েবসাইট > সার্ভে খতিয়ান অনুসন্ধান > বিভাগ সিলেক্ট করুন > জেলা সিলেক্ট করুন > উপজেলা সিলেক্ট করুন > খতিয়ানের ধরন সিলেক্ট করুন > মৌজা সিলেক্ট করুন > খতিয়ান অনুসন্ধান /> অধিকতর অনুসন্ধান > জমির মালিকের নাম বা দাগ নাম্বার দিয়ে সার্চ > রেজাল্ট > খতিয়ান আবেদন > ব্যাক্তিগত পরিচয় > আবেদনের ধরন > ফি পেমেন্ট > ডাউনলোড খতিয়ান/ আবেদন রিসিভ