ইসলামি ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়ম

ইসলামি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং সেলফিন অ্যাপের মাধ্যমে ইসলামি ব্যাংকের অ্যাকাউন্ট আপনি ঘরে বসেই খুলতে পারবেন (Islami Bank Account Opening online)। এজন্য আপনার সেলফিন অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হবে। কিন্তু বর্তমানে ইসলামি ব্যাংকের সেলফিন অ্যাকাউন্ট খোলার নিয়ম পরিবর্তন হয়েছে। সেই সাথে সেলফিন অ্যাকাউন্ট খোলার পর সেই সেলফিন অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাকাউন্ট খোলার নিয়ম ও কিছু টা পরিবর্তন হয়েছে। 

আজকে আমরা জানবো যে, ইসলামি ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়ম বা কিভাবে ইসলামি ব্যাংকের সেলফিন অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্ট খুলবেন। এবং কিভাবে সেলফিন অ্যাকাউন্ট এক্টিভ করবেন। এক্টিভ কারার পর আপনি নিজেই ঘরে বসে ইসলামি ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন। 

ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড সেলফিন অ্যাকাউন্ট খোলার নিয়ম (ইসলামি ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়ম)

ইসলামি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে প্রথমে আপনাকে সেলফিন অ্যাকাউন্ট খুলতে হবে। ইসলামি ব্যাংকের সেলফিন অ্যাপ ইনিস্টল করার জন্য আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য গুগল প্লেস্টোর বা আইফোনের জন্য অ্যাপ স্টোরে যাবেন এবং CellFin লিখে সার্চ করুন। এবং সেলফিন অ্যাপ টি ইনিস্টল করুন। এরপর অ্যাপ টি ওপেন করুন।

এরপর Register অপশনে ক্লিক করুন। এরপর লক্ষ্য করুন যে, Bangladesh এবং Abroad লিখা আছে। আপনি চাইলে বাংলাদেশ থেকে সেলফিন অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং দেশের বাহিরে থাকলে Abroad সিলেক্ট করে সেলফিন অ্যাকাউন্ট খুলতে পারবেন। বাংলাদেশ থেকে সেলফিন অ্যাকাউন্ট খোলার জন্য বাংলাদেশ সিলেক্ট করুন।

এরপর আবারও দুইটি অপশন দেখতে পাবেন। National ID এবং Bank A/C। এখানে আপনার যদি আগের থেকে ব্যাংক অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সেলফিন অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে National ID সিলেক্ট করুন। এরপর আপনার ফোন নাম্বার লিখুন। এবং সিম নাম্বার অপারেটর সিলেক্ট করুন। এবং ছয় ডিজিটের পাসওয়ার্ড লিখুন এবং এটি মনে রাখবেন।

এটি পড়ুনঃ   অনলাইনে মৃত্যু নিবন্ধন আবেদন ফরম পূরণ করার নিয়ম এবং পদ্ধতি

এরপর Register লেখা তে ক্লিক করুন। এরপর আপনার মোবাইল নাম্বারে ওটিপি কোড আসবে এবং অটোমেটিক ওটিপি কোড সেটআপ হয়ে যাবে। এর জন্য যে নাম্বার টি দিয়ে সেলফিন অ্যাকাউন্ট খুলবেন সেই নাম্বার টি আপনার ফোনে এক্টিভ করে রাখিবেন। তাহলে ওটিপি কোড অটোমেটিক এক্টিভ হয়ে যাবে। ওটিপি কোড নেওয়া হয়ে গেলে, অটোমেটিক লগইন পেজে নিয়ে আসবে। এরপর আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

এরপর অটোমেটিক আপনার ফোন নাম্বারে ওটিপি কোড এসে ভেরিফাই হয়ে যাবে। এবং Submit এ ক্লিক করুন। এরপর আপনার জাতীয় পরিচয় পত্রের ছবি আপলোড করতে হবে। প্রথমে আপনার জাতীয় পরিচয় পত্রের সামনে ছবি আপলোড করুন। এরপর আপনার জাতীয় পরিচয় পত্রের পিছনে ছবি আপলোড করুন। এরপর Confirm Upload এ ক্লিক করুন।

এরপর আপনার জাতীয় পরিচয় পত্র অনুযায়ী সকল তথ্য দেখতে পাবেন। এখানে শুরু মাত্র আপনার বর্তমান ঠিকানা দিতে হবে। এরপর আপনার পেশা সিলেক্ট করুন। এরপর Next লেখা তে ক্লিক করুন। এরপর আপনার ছবি তুলতে হবে। এর জন্য Open Camera লেখা তে ক্লিক করুন। এবং সেলফি তুলে নিবেন। এরপর Confirm Upload এ ক্লিক করুন।

এরপর আপনার প্রোফাইল ইনফরমেশন দিতে হবে। এর জন্য প্রথমে আপনার নাম লিখুন। এরপর আপনার ইমেইল ঠিকানা লিখুন। এরপর আপনার রেফারাল মোবাইল নাম্বার থাকলে দিবেন, না থাকলে লিখার প্রয়োজন নেই। এরপর Next এ ক্লিক করুন। এখন আপনার সেলফিন অ্যাকাউন্ট খোলার কাজ সম্পুর্ন হয়েছে। কিন্তু অ্যাকাউন্ট টি এক্টিভ হয় নি। আপনার জাতীয় পরিচয় পত্রের সকল তথ্য পর্যালোচনা করে এক্টিভ করে দিবেন। আর এটি এক্টিভ হতে চব্বিশ ঘণ্টা থেকে সাত দিন পর্যন্ত সময় লাগতে পারে।

তবে সর্বোচ্চ সাত দিন পর্যন্ত অপেক্ষা করার পরও কোনো মেসেজ না পান বা অ্যাকাউন্ট এক্টিভ না হয় তাহলে 16259 নাম্বারে কল দিবেন। তবে যে নাম্বারে সেলফিন অ্যাকাউন্ট রেজিস্ট্রার করেছেন সেই নাম্বার থেকে 16259 নাম্বারে কল করবেন। এরপর আপনার বিস্তারিত সমস্যা বা তথ্য গুলো বলবেন। এরপর তারা অ্যাকাউন্ট টি এক্টিভ করে দিবেন বা কোনো সমস্যা থাকলে তারা সমাধানের পরামর্শ দিবেন। এরপর সেলফিন অ্যাকাউন্ট এক্টিভ হলেই সেলফিনের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন। 

এটি পড়ুনঃ   Pubali Bank: পূবালী ব্যাংক অনলাইন একাউন্ট, পূবালী ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগে

সেলফিনের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়ম 

সেলফিনের মাধ্যমে ইসলামি ব্যাংকের অ্যাকাউন্ট খোলার জন্য CellFin অ্যাপ টি ওপেন করুন। এরপর Open A/C লেখাতে ক্লিক করুন। এরপর আপনার সেলফিন অ্যাকাউন্টের পিন লিখুন এবং Submit এ ক্লিক করুন। এরপর ব্রাঞ্চ সিলেক্ট করুন।

এরপর আপনার ব্যাক্তিগত পরিচয় অর্থাৎ আপনার জাতীয় পরিচয় পত্র অনুযায়ী আপনার সম্পুর্ন পরিচয় দিয়ে ফর্ম পূরণ করুন। এরপর Next এ ক্লিক করুন। এরপর আপনার সম্পুর্ন পরিচয় দেখতে পাবেন এবং আপনার সকল তথ্য পুনরায় যাচাই করে দেখুন।

এরপর Confirm এ ক্লিক করুন। এরপর কোন কোন ধরনের অ্যাকাউন্ট খুলতে পারবেন তা বিস্তারিত বর্ণনা সহ দেখতে পারবেন। এরপর আপনি যে ধরনের অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেটি সিলেক্ট করুন। এরপর নমিনির সম্পুর্ন পরিচয়,এবং নমিনির জাতীয় পরিচয় পত্রের ছবি, নমিনির ছবি আপলোড করুন। এরপর Next এ ক্লিক করুন। এরপর নমিনির সম্পুর্ন পরিচয় তথ্য দেখতে পাবেন এবং সেই তথ্য গুলো যাচাই করে দেখুন।

Confirm এ ক্লিক করুন। এরপর Bank Account Opened Successfully লেখা দেখতে পাবেন এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাবেন এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার টি কপি করে নিতে পারেন। এরপর Ok তে ক্লিক করুন। এখন আপনার ব্যাংক অ্যাকাউন্ট খোলার কাজ সম্পুর্ন হয়েছে। এখন আপনি সেলফিন অ্যাপ ওপেন করুন এবং Bank A/C অপশনে ক্লিক করুন। এরপর আপনার নাম এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দেখতে পাবেন। এই নাম্বারে আপনার ট্রানজেকশন করতে পারবেন বা লেনদেন করতে পারবেন। 

ইসলামি ব্যাংকের এটিএম কার্ড এবং চেকবই 

অনলাইনে ইসলামি ব্যাংকের অ্যাকাউন্ট খোলা হয়ে গেলেই আপনি এটিএম বা চেকবই পাবেন না। আপনার ব্যাংক অ্যাকাউন্টের উপর ভিত্তি করে, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা চেকবই নিতে চান। তাহলে আপনি যেই ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলেছেন সেই ব্রাঞ্চে আপনার জাতীয় পরিচয় পত্র নিয়ে যাবেন এবং টাকা ডিপোজিট করবেন।

এটি পড়ুনঃ   ভূমি মন্ত্রণালয় খতিয়ান অনুসন্ধান | অনলাইনে জমির খতিয়ান অনুসন্ধান

এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টের জন্য চেকবই এবং ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের জন্য আবেদন করবেন। এরপর আপনার ব্রাঞ্চে চেকবই এবং কার্ড আসলে আপনি এসএমএস এর মাধ্যমে জানতে পারবেন বা ব্রাঞ্চ থেকে ফোন করে জানিয়ে দিবেন। তবে চেকবই এবং কার্ড পেতে আবেদনের সর্বনিম্ন এক মাস সময় লাগতে পারে। আর যদি আপনি মনে করেন যে, কার্ড বা চেকবই ব্যবহার করবেন না, তাহলে সেলফিন অ্যাপ থেকে সকল ব্যাংকিং কার্যক্রম করতে পারবেন। 

সেলফিনের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়ম শর্টকাট পদ্ধতি 

CellFin অ্যাপ ওপেন করুন > Open A/C লেখাতে ক্লিক করুন> সেলফিন অ্যাকাউন্টের পিন লিখুন > Submit এ ক্লিক করুন > ব্রাঞ্চ সিলেক্ট করুন > জাতীয় পরিচয় পত্র অনুযায়ী আপনার সম্পুর্ন পরিচয় দিয়ে ফর্ম পূরণ করুন > Next এ ক্লিক করুন > আপনার সকল তথ্য পুনরায় যাচাই করুন > Confirm এ ক্লিক করুন > অ্যাকাউন্টের ধরন সিলেক্ট করুন > নমিনির তথ্য পরিচয় দিন > Confirm এ ক্লিক করুন > Bank Account Opened Successfully. 

https://unilatina.edu.co/casino/index.html
WhatsApp Group Join Now
Joe Smith

Hi, I am Joe Smith. I love to share my thoughts on my website, loves to write on various topics according to the trends.

Leave a Comment

Home
Join
Facebook
Search
হারানো Gp সিম বন্ধ করার উপায়, সহজ পদ্ধতি জেনে নিন মিথ্যা সাক্ষ্য দেয়া এবং দিলে করণীয় কী? জানুন স্টোরি থেকে