দানপত্র দলিল ও রেজিস্ট্রি খরচ | দানপত্র দলিলের খরচ

দানপত্র দলিল কি

যে কোনো সম্প্রদায়ের যে কোনো ব্যাক্তি তার সম্পত্তি দান করতে পারেন। আর এই দানপত্র দলিলের শর্ত-বিহীন অবস্থায় দানকৃত স্বত্ব সকল প্রকার ক্ষমতা প্রদানের জন্য দান করতে হবে। উল্লেখ্য যে,স্বত্ব সম্পন্ধে দাতার কোনো প্রকার দাবী থাকলে দানপত্র টি শুদ্ধ হবে না। আর এটিই মূলত দানপত্র দলিল। 

দানপত্র দলিল রেজিস্ট্রেশন ফি

হস্তান্তরিত সম্পত্তির দলিলের লিখিত মোট মূল্যের ১% টাকা নিবন্ধন ফি বাবদ দিতে হবে। যদি দলিলের মূল্য চব্বিশ হাজার টাকা বা তার কম হলে নগদ অর্থ পরিশোধ করতে হবে এবং চব্বিশ হাজার টাকার বেশি হলে স্থানীয় সোনালী ব্যাংকে পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে। 

দানপত্র দলিল স্ট্যাম্প শুল্ক

স্ট্যাম্প আইন ১৮৯৯ সালের ১নং তফসিল এর ৩২ (২) নং ক্রমিকে বর্ণনা অনুসারে হস্তান্তরিত সম্পত্তি দলিলে লিখিত মোট মূল্যের ১.৫০% টাকা স্ট্যাম্প শুল্ক ফি বাবদ দিতে হবে। এই দলিলে সর্বোচ্চ এক হাজার দুই শত টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্প ব্যবহার করা যাবে। স্ট্যাম্প খাতের বাকি অর্থ স্থানীয় সোনালী ব্যাংকে পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে।

দানপত্র দলিল স্থানীয় সরকার কর

সিটি কর্পোরেশন এবং ক্যান্টনমেন্ট বোর্ডের বাহিরের সম্পত্তি হলে, হস্তান্তরিত সম্পত্তি দলিল এর লিখিত মোট মূল্যের ৩% টাকা কর দিতে হবে। সিটি কর্পোরেশন এর ভেতর সম্পত্তি হলে হস্তান্তরিত সম্পত্তি দলিল এর লিখিত মোট মূল্যের ২% টাকা কর দিতে হবে। এছাড়াও ক্যান্টনমেন্ট বোর্ডের অধীনে সম্পত্তি হলে হস্তান্তরিত সম্পত্তির দলিল এর লিখিত মোট মূল্যের ২% টাকা স্থানীয় সরকার কর দিতে হবে। স্থানীয় সরকার কর এর পরিমাণ একশত টাকা বা তার কম হলে নগদ পরিশোধ করতে হবে এবং একশত টাকা বা তার বেশি হলে রেজিস্ট্রি অফিসে NRBC ব্যাংকের শাখায় বা স্থানীয় সোনালী ব্যাংকের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তর এর হিসাব নাম্বারে পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে।

এটি পড়ুনঃ   দলিল সম্পাদন সংক্রান্ত বিষয়, দলিল সম্পাদন ও রেজিস্ট্রেশন

দানপত্র দলিলে যা যা লাগবে- 

১। তিন শত টাকার স্টাম্পে হলফনামা। 

২। ই ফি বাবদ একশত টাকা। 

৩। ঢ ফি বাবদ দলিল এর প্রতি তিনশত শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা পৃষ্ঠার অংশ বিশেষের জন্য চব্বিশ টাকা দিতে হবে। 

৪। নকল-নবিশগনের পারিশ্রমিক বা ঢঢ ফিস বাবদ দলিলের প্রতি তিন শত শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা পৃষ্ঠার অংশ বিশেষের জন্য ৩৬ টাকা দিতে হবে। 

৫। সম্পত্তি হস্তান্তর নোটিশ আবেদনপত্রের জন্য দশ টাকা কোর্ট ফি দিতে হবে।

WhatsApp Group Join Now
Avatar of Joe Smith
Joe Smith

Hi, I am Joe Smith. I love to share my thoughts on my website, loves to write on various topics according to the trends.

Leave a Comment

Home
Join
Facebook
Search
হারানো Gp সিম বন্ধ করার উপায়, সহজ পদ্ধতি জেনে নিন মিথ্যা সাক্ষ্য দেয়া এবং দিলে করণীয় কী? জানুন স্টোরি থেকে