পুলিশের বিরোদ্ধে অভিযোগ কোথায় করবেন!

20240117 224546

আপনাদের অনেকেই মনে প্রশ্ন থাকে যে, আমি কি পুলিশের বিরোদ্ধে অভিযোগ করতে পারবো কি না। অথবা অভিযোগ করলে আমার কোনো বিপদ হবে কি না। তবে এই প্রশ্ন টি খুবই গুরুত্বপূর্ণ। 


পুলিশের বিরোদ্ধে অভিযোগ কখন করবেন! 

সাধারণ মানুষ বিপদে পড়ে সর্বপ্রথম প্রতিবেশীদের নিকট সহযোগী পেতে চায়। এরপর ইউনিয়ন পরিষদ সদস্যদের নিকট আবেদন করেন। সেখানে সমস্যা সমাধান না পেলে থানা পর্যায়ে আসেন। থানা পর্যায়ে আপনার একটি মৌখিক বা লিখিত অভিযোগ করাকালে গুরুত্ব না দেয় বা অবহেলা করে (যদি বিষয়টি নিয়ে অপরাধ সংগঠনের আশংকা থাকে)। আপনার একটি লিখিত অভিযোগ গ্রহণ করতে বা অনুসন্ধান করার জন্য টাকা বা কোনো প্রকার অর্থ দাবি করে থাকে। অথবা পুলিশের উপস্তিতি থাকার পরও হুমকি বা মার-ধরের চেষ্টা করলে, পুলিশ আইনি কোনো পদক্ষেপ গ্রহণ না করলে আপনি পুলিশের বিরোদ্ধে অভিযোগ করতে পারবেন। এছাড়াও প্রভাবশালীদের প্রতি প্রভাবিত হয়ে অনুসন্ধানে পাওয়া তথ্য গোপন করতে পারে। দায়িত্বে অবহেলা করতে পারে।  এই রকম যে কোনো অপরাধ করতে পারে।


পুলিশের বিরোদ্ধে অভিযোগ করলে বিপদ হতে পারে কি? 

হ্যাঁ, অবশ্যই!  আপনার বিপদ হতে পারে বা আপনার ভবিষ্যৎ নষ্ট হতে পারে। তবে প্রমাণ করতে না পারলে পুলিশ আপনার উপর মামলা করতে পারে। যেই পুলিশের বিরোদ্ধে অভিযোগ করবেন ঐ পুলিশ কোনো কারণে বদলী হতে পারে তবে অন্য পুলিশ আপনার খুব বিশ্বাসী বা যার সাথে চলাফেরা করেন তার সহযোগিতা নিয়ে অপরাধ মূলক ষড়যন্ত্র করে,  আপনাকে যে কোনো সময়, যে কোনো জায়গা থেকে গ্রেফতার করে, যে কোনো অপরাধের প্রাথমিক তথ্য বিবরণী দিয়ে আপনাকে কোর্টে চালান করে দিতে পারে। এজন্য পুলিশের বিরোদ্ধে অভিযোগ করার আগে আপনাকে আইন সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে হবে বা মামলা মোকদ্দমা নিয়ে দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকতে হবে। 

এটি পড়ুনঃ   যৌতুক দাবি করার শাস্তি এবং যৌতুক মামলা ধারা ৩ সম্মন্ধে জানুন


পুলিশের বিরোদ্ধে অভিযোগ কোথায় করবেন? 

পুলিশের বিরোদ্ধে অভিযোগ করার আগে, অভিযোগের যথাযথ সাক্ষ্য প্রমাণ থাকা জরুরি।  থানা পুলিশের বিরোদ্ধে অভিযোগ ঐ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অফিসার ইনচার্জ (ওসি) নিকট আবেদন করতে পারেন। অথবা থানা পর্যায়ে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) এর নিকট লিখিত অভিযোগ করতে পারবেন। তবে যে ঘটনা নিয়ে অভিযোগ করবেন ঐ ঘটনা নিয়ে আগে যদি উল্লিখিত পর্যায়ে লিখিত অভিযোগ করে থাকেন। তবে আপনি জেলা পর্যায়ে পুলিশ সুপার কার্যালয়ে অথবা জেলা প্রশাসকের কার্যালয় লিখিত অভিযোগ করতে পারেন। তবে অভিযোগের ঘটনা পূর্বের কোনো ঘটনা নিয়ে পুলিশ সুপার কার্যালয়ে অথবা জেলা প্রশাসকের কার্যালয় লিখিত অভিযোগ থাকে, তবে আপনার জন্য বিভাগীয় পর্যায়ে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) বরাবর লিখিত অভিযোগ করতে পারেন।   অথবা পুলিশ হেডকোয়ার্টার্সে (পুলিশ সদর দপ্তর) লিখিত অভিযোগ করতে পারেন। পুলিশ হেডকোয়ার্টার্সে অভিযোগ করলে, অভিযোগ টি আপনার জেলা পর্যায়ে অনুসন্ধানের জন্য প্রেরণ করবে। এরপর আপনাকে নোটিশে মাধ্যমে জানিয়ে দিবেন। অভিযোগ টি অনুসন্ধানের পর আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। 


পুলিশ হেডকোয়ার্টার্সে কিভাবে অভিযোগ করবো?

আপনি যদি পুলিশ হেডকোয়ার্টার্স না চিনে থাকেন বা ঠিকানা না জেনে থাকেন।তবে এটা নিয়ে দূ চিন্তা ‘র কিছু নেই। একই ভাবে বিভাগীয় পর্যায়ে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) এবং জেলা পর্যায়ে পুলিশ সুপার কার্যালয় বা জেলা প্রশাসকের কার্যালয় না চিনে থাকেন বা ঠিকানা না জেনে থাকেন। অথবা আপনি জেতে না পারলেও আপনি অভিযোগ করতে পারবেন। নির্ধারিত অফিসে গিয়ে অভিযোগ অভিযোগ করুন অথবা নির্ধারিত অফিসে যেতে না পারলে প্রথমে গুগলে সার্চ করে ঠিকানা জেনে নিবেন।  এরপর ঐ ঠিকানায় ডাক পোস্ট অফিসের মাধ্যমে প্রেরণ করুন। 

মনে রাখবেন, পুলিশের বিরোদ্ধে অভিযোগ করার আগে অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিবেন। 

WhatsApp Group Join Now
Avatar of Joe Smith
Joe Smith

Hi, I am Joe Smith. I love to share my thoughts on my website, loves to write on various topics according to the trends.

Leave a Comment

Home
Join
Facebook
Search
হারানো Gp সিম বন্ধ করার উপায়, সহজ পদ্ধতি জেনে নিন মিথ্যা সাক্ষ্য দেয়া এবং দিলে করণীয় কী? জানুন স্টোরি থেকে