Pubali Bank : বর্তমানে আপনি চাইলে ঘরে বসেই পূবালী ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন। এবং সেই সাথে ইন্টারনেট ব্যাংকিং এক্টিভ করে নিতে পারবেন। এবং এই অ্যাকাউন্ট দেশ বিদেশ থেকে অপারেট করতে পারবেন।
আজকে আমরা জানবো যে, কিভাবে আপনি ঘরে বসে মোবাইল অ্যাপ ব্যবহার করে পূবালী ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন। কিভাবে অ্যাকাউন্ট অপারেট করবেন। অ্যাকাউন্ট খোলার পরে ব্যাংকে যেতে হবে কি না। এবং পূবালী ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে। এই সব বিষয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করবো।
নিচের যে অংশ থেকে পড়তে চান, ক্লিক করুন:
সর্তক বার্তা (Pubali Bank)
যেহেতু অনলাইনে মোবাইলে ব্যাংক অ্যাকাউন্ট খোলা যাচ্ছে। তাই কারোর প্রয়োজন না থাকলে ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন না। অনলাইনে অ্যাকাউন্ট খোলা যাচ্ছে তাই একটি অ্যাকাউন্ট খুলে রাখি, এমন টা ভেবে কেউ অপ্রয়োজনে ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন না।
অনলাইনে পূবালী ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়ম
আপনার মোবাইলে প্লেস্টোর থেকে Pi Banking অ্যাপ টি ইনিস্টল করে নিন। এই অ্যাপ টি আইফোনের অ্যাপ স্টোরে বা গুগল প্লেস্টোরে পেয়ে যাবেন। এরপর অ্যাপ টি ওপেন করুন। এরপর Create Bank Account নামে অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন। এরপর কিছু শর্তাবলী ও নীতিমালা দেখানো হবে। সেগুলো পড়ে নিবেন। এবং “I Agree” তে টিক মার্ক দিয়ে Proceed এ ক্লিক করুন। এরপর দুইটি অপশন দেখতে পাবেন।
একটি Conventional আরেক টি Islamic Banking. এখানে এই দুইটির মধ্যে আপনি যে কোনো একটি খুলতে পারবেন। আপনার পছন্দের একটি সিলেক্ট করুন। এরপর ব্যাক্তিগত অ্যাকাউন্ট হলে Individual সিলেক্ট করুন। এরপর আপনি যদি ইউএস এর নাগরিক হয়ে থাকেন, তাহলে I Am A Us Citizen এ টিক মার্ক দিয়ে দিন। আর যদি ইউএস এর নাগরিক না হয়ে থাকেন,তাহলে টিক মার্ক দেওয়া প্রয়োজন নেই।
এরপর Next এ ক্লিক করুন। এরপর আপনাকে ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে। এর জন্য প্রথমে আপনার জেলা সিলেক্ট করতে হবে। এরপর আপনার থানা সিলেক্ট করুন। এরপর আপনার থানা পর্যায়ে কয় টি পূবালী ব্যাংকের ব্রাঞ্চ আছে, তা দেখতে পাবেন। সেখানে আপনি কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তা সিলেক্ট করুন। এরপর Next এ ক্লিক করুন। এরপর আপনার মোবাইল নাম্বার টি লিখুন এবং আপনার মোবাইল নাম্বার অপারেটর সিলেক্ট করুন। এরপর আপনার একটি ইমেইল ঠিকানা দিবেন।
Next এ ক্লিক করুন। এরপর আপনার মোবাইল নাম্বার টি তে মেসেজের মাধ্যমে ওটিপি কোড আসবে, সেটি প্রথম বক্সে লিখুন এবং নিচের বক্সে ইমেইলে আসা ওটিপি কোড লিখুন এবং Submit এ ক্লিক করুন। এরপর আপনার জাতীয় পরিচয় পত্রের ছবি আপলোড করতে হবে। এর জন্য দুইটি আপলোড অপশন দেখতে পাবেন।
প্রথম আপলোড ক্যামেরা অপশনে ক্লিক করে জাতীয় পরিচয় পত্রের সামনের ছবি তুলে আপলোড করুন। এবং দ্বিতীয় আপলোড ক্যামেরা অপশনে আপনার জাতীয় পরিচয় পত্রের পেছনের ছবি তুলে আপলোড করুন। এরপর Next এ ক্লিক করুন। এরপর আপনার লাইভ ছবি তুলতে হবে। এরপর Proceed এ ক্লিক করুন। এরপর আপনার মোবাইলের সামনের ক্যামেরা চালু হবে।
আপনার চোখের পলক ফেলতে হবে এবং হাসতে হবে। এরপর আপনাকে একবার বামে এবং ডানে তাকাতে হবে।এবং আপনাকে পর্যাপ্ত পরিমাণে আলোর মধ্যে থাকতে হবে। আপনার চোখে চশমা ব্যবহার করে ছবি তোলা যাবে না। এখানে অটোমেটিক ছবি উঠবে। এরপর Done এ ক্লিক করুন। এরপর আপনার ছবি দেখতে পাবেন। এরপর Proceed এ ক্লিক করুন। আবারও আপনার ছবি এবং জাতীয় পরিচয় পত্রের ছবি দেখতে পাবেন।
এখানে আবারও Proceed এ ক্লিক করুন। এরপর আপনার জাতীয় পরিচয় পত্রের ছবি এবং আপনার সম্পুর্ন ঠিকানা গুলো দেখতে পাবেন। এরপর Confirm এ ক্লিক করুন। এরপর আপনার বর্তমান ঠিকানা দিতে হবে। এরপর Next এ ক্লিক করুন। এরপর আপনার ব্যাক্তিগত কিছুই তথ্য দিতে হবে। এরপর Next এ ক্লিক করুন। এরপর একজন নমিনির তথ্য দিতে হবে। এখানে নমিনির নাম,সম্পর্ক, ছবি দিয়ে Add লেখাতে ক্লিক করুন।
Next এ ক্লিক করুন। এরপর Confirm এ ক্লিক করুন। এরপর আপনার মোবাইল স্কিনে অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাবেন এবং সেটি কপি করে নিতে পারবেন। এবং একই সাথে আপনার অ্যাকাউন্ট নাম্বার টি আপনার মোবাইল নাম্বারে মেসেজে মাধ্যমে এবং ইমেইল নাম্বারে ইমেইল এর মাধ্যমে পেয়ে যাবেন। এরপর একটু নিচের দিকে ইন্টারনেট ব্যাংকিং এর জন্য Configure Password For Pi Banking এ ক্লিক করুন।
পূবালী ইন্টারনেট ব্যাংকিং
এরপর একটু নিচের দিকে ইন্টারনেট ব্যাংকিং এর জন্য Configure Password For Pi Banking এ ক্লিক করুন। এরপর আপনার ইউজার আইডি দেখতে পাবেন। সেই ইউজার আইডি টি মনে রাখতে হবে। এরপর আপনাকে শক্তিশালী একটি পাসওয়ার্ড দিতে হবে। যেমন পাসওয়ার্ডের মধ্যে ছোট অক্ষর এবং বড় অক্ষর এবং সংখ্যা বা অন্যান্য চিহ্ন থাকতে হবে। এরপর আপনি Submit এ ক্লিক করুন। এরপর আপনার অ্যাকাউন্ট এর সকল সেবা পেতে সর্বোচ্চ ১২ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। এরপর Login Pi Banking এ ক্লিক করুন।
পূবালী ইন্টারনেট ব্যাংকিং লগইন
Pi Banking অ্যাপ টি ওপেন করার পর বা উপরে স্টেপের পর Login Pi Banking এ ক্লিক করুন। এরপর আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন এ ক্লিক করুন। এরপর আপনার মোবাইলে ভেরিফিকেশন কোড আসবে। সেটি লিখুন এবং ভেরিফাই লেখাতে ক্লিক করুন। এরপর আপনাকে Otp Received By সেটিং করে নিতে হবে।
অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টে সকল তথ্য এসএমএস বা ইমেইল অথবা দুটাতেই পেতে চান, তা সিলেক্ট করতে হবে। এরপর আপনার মোবাইল নাম্বার টি লিখুন। এরপর Submit এ ক্লিক করুন। এখন আপনার ডিভাইস টি এক্টিভ হয়ে গেছে। এখন আপনি পুনরায় আবার ও ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন এ ক্লিক করুন।
এরপর আপনার অ্যাকাউন্টে সকল তথ্য দেখতে পাবেন। এখানে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স, স্টেটমেন্ট, বিল পে, মোবাইল রিচার্জ, এমএফএ ট্রান্সফার যা ব্যাংক থেকে বিকাশ, নগদ এ টাকা ট্রান্সফার করতে পারবেন। এই অ্যাপ থেকে চেক বহি এবং কার্ড এর জন্য আবেদন করতে পারবেন। এখন আপনার অ্যাকাউন্ট সম্পুর্ন অ্যাক্টিভ হয়েছে। আপনি এখন অ্যাকাউন্ট টি ব্যবহার করতে পারবেন।
পূবালী ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়ম শর্টকাট
Pi Banking অ্যাপ ইনিস্টল > Create Bank Account > শর্তাবলী ও নীতিমালা > I Agree > Proceed এ ক্লিক করুন > ব্যাংক অ্যাকাউন্ট ধরন সিলেক্ট করুন > ব্যাংক অ্যাকাউন্ট টাইপ > Next > জেলা সিলেক্ট করুন > থানা সিলেক্ট করুন > ব্রাঞ্চ সিলেক্ট করুন > Next > মোবাইল নাম্বার লিখুন > মোবাইল নাম্বার অপারেটর সিলেক্ট করুন > ইমেইল ঠিকানা লিখুন > Next > মোবাইল নাম্বার ওটিপি কোড লিখুন > ইমেইল ওটিপি কোড লিখুন > Submit এ ক্লিক করুন > জাতীয় পরিচয় পত্রের ছবি আপলোড করুন > Next > Proceed > আপনার সেলফি আপলোড করুন > Done > Proceed > Proceed > Confirm > আপনার বর্তমান ঠিকানা তথ্য দিন > Next > নমিনির নাম,ঠিকানা, সম্পর্ক, ছবি আপলোড > Add > Next > Confirm > অ্যাকাউন্ট নাম্বার + মোবাইল নাম্বারে এসএমএস + ইমেইল > Configure Password For Pi Banking > পাসওয়ার্ড সেটআপ > Submit > Login Pi Banking > মোবাইল ভেরিফিকেশন > OTP Received by সেটআপ > Submit > Login > Used