Verify Paypal Account: আজকে আমরা জানবো যে,মোবাইল বা ল্যাপটপ, কম্পিউটার দিয়ে বাংলাদেশ থেকে কিভাবে পেপাল অ্যাকাউন্ট খুলবেন। কিভাবে ভেরিফাই করবো।
বাংলাদেশ থেকে ভেরিফাই পেপাল অ্যাকাউন্ট খোলার নিয়ম (Verify Paypal Account)
প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন। তবে মতামত দিবো যে,ক্রম ব্রাউজার ব্যবহার করুন। এরপর Paypal.Com/Cy লিখে ভিজিট করুন। এরপর একটু নিচের দিকে Get Started লেখা দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন। এরপর প্রথমে Cyprus সিলেক্ট করা আছে। সেটি পরিবর্তন করবেন না। এরপর আমরা Business Account সিলেক্ট করবো। এখানে Personal Account সিলেক্ট করলে অ্যাকাউন্ট খুলতে পারবেন না। এজন্য Business Account সিলেক্ট করুন।
এরপর Continue এ ক্লিক করবো। এরপর আপনার Valid ইমেইল ঠিকানা লিখুন। এরপর Continue এ ক্লিক করুন। এরপর আপনাকে একটি কঠিন পাসওয়ার্ড তৈরি করে দিতে হবে এবং সেটি অবশ্যই মনে রাখবেন। এরপর Continue এ ক্লিক করুন। এরপর আপনার Legal Fast Name এবং Legal Last Name এবং Legal Business Name লিখতে হবে। এরপর Business Phone Number লিখতে হবে। এবং এখানে অন্য কোনো দেশের কোড থাকতে পারে। এবং কোডের উপর ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করুন। এরপর আপনার মোবাইল নাম্বার টি লিখুন। এরপর আপনার সঠিক ঠিকানা, পোস্ট কোড,গ্রাম বা শহর লিখতে হবে।
এবং এই পেজের সকল শর্তাবলী গুলো পড়ে নিবেন এবং টিক মার্ক দিয়ে দিবেন। এরপর Agree And Create Account এ ক্লিক করুন। এরপর Business Type সিলেক্ট করতে হবে। এখানে আপনি Individual সিলেক্ট করুন। এরপর Product Or Service Keywords অপশনে Computer Software Stories লিখে সিলেক্ট করুন। এরপর আপনার ওয়েবসাইট থাকলে লিখুন বা না থাকলে লিখার প্রয়োজন নেই। এরপর Paypal Cc Statement Name এখানে আপনি আপনার নাম লিখুন। এরপর Continue এ ক্লিক করুন। এরপর আপনার জন্ম তারিখ সেটআপ করুন। এরপর Nationality অপশনে Cyprus সিলেক্ট করা আছে, এখানে আপনি বাংলাদেশ সিলেক্ট করুন। এরপর একটু নিচের দিকে আপনার ঠিকানা গুলো দেখতে পাবেন।
এবং Same As Business Phone এ টিক মার্ক দিয়ে দিন। এরপর Submit এ ক্লিক করুন। এখন আপনার অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে।
এরপর থ্রি ডট আইকনে ক্লিক করুন। এরপর Home এ ক্লিক করুন। এরপর আপনার ইমেইল ঠিকানা ভেরিফাই করতে হবে। এর জন্য একটু নিচের দিকে চলে আসবেন এবং লক্ষ্য করবেন Confirm Email Address লেখা আছে। সেখানে See Details এ ক্লিক করুন। এরপর আপনার মোবাইল বা ল্যাপটপ, কম্পিউটার যে টি ব্যবহার করেন, সেটির ইমেইল বক্সে প্রবেশ করুন।
অর্থাৎ পেপাল অ্যাকাউন্ট খোলার সময় যে ইমেইল ঠিকানা টি ব্যবহার করেছেন ঐ ইমেইলে একটি ইমেইল পাবেন। সেই ইমেইল টি ওপেন করুন। এবং Confirm Your Email এ ক্লিক করুন। এরপর আপনি পেপাল অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ড দিয়েছেন ঐ পাসওয়ার্ড টি দিয়ে লগইন করুন। এরপর Your Email Has Been Confirmed লেখা দেখাবে। এখানে আপনি Continue এ ক্লিক করুন। এখন আপনার পেপাল অ্যাকাউন্টের Home পেজে নিয়ে যাবে। এখন আপনার পেপাল অ্যাকাউন্টের ব্যালেন্স Eur কারেন্সিতে দেখাতে পারে।
এটি পরিবর্তন করার জন্য Paypal Balance এর পাশে থ্রি ডট আইকনের ক্লিক করুন। এরপর Go To Money Page অপশনে ক্লিক করুন। এরপর একটু নিচের দিকে Us Dollar এখানে Make Primary অপশনে ক্লিক করুন। এরপর আবারও Make Usd Primary এ ক্লিক করুন। এখন আপনার পেপাল অ্যাকাউন্টের কারেন্সি Usd তে দেখতে পাবেন।
বাংলাদেশ থেকে ভেরিফাই পেপাল অ্যাকাউন্ট খোলার নিয়ম শর্টকাট
ভিজিট Paypal.Com/Cy > Get Started এ ক্লিক করুন > Cyprus > Business Account সিলেক্ট করুন > Continue এ ক্লিক করুন > ইমেইল ঠিকানা লিখুন > Continue এ ক্লিক করুন > কঠিন পাসওয়ার্ড লিখুন > Continue এ ক্লিক করুন > Legal Fast Name লিখুন > Legal Last Name লিখুন > Legal Business Name লিখুন > Business Phone Number লিখুন > বাংলাদেশের কোড সিলেক্ট করুন > মোবাইল নাম্বার লিখুন > আপনার ঠিকানা সঠিক > শর্তাবলী টিক মার্ক করুন > Agree And Create Account এ ক্লিক করুন > Business Type সিলেক্ট করুন > Product Or Service Keywords অপশনে Computer Software Stories লিখে সিলেক্ট করুন > আপনি ওয়েবসাইট থাকলে লিখুন > Paypal Cc Statement Name এখানে আপনি আপনার নাম লিখুন > Continue এ ক্লিক করুন > আপনার জন্ম তারিখ সিলেক্ট করুন > Nationality এখানে Bangladesh সিলেক্ট করুন > Same As Business Phone এ টিক মার্ক করুন > Submit এ ক্লিক করুন > থ্রি ডট আইকনে ক্লিক করুন > Home এ ক্লিক করুন > Confirm Email Address + See Details এ ক্লিক করুন > ইমেইল বক্স ওপেন করুন > ইমেইল ওপেন করুন > Confirm Your Email এ ক্লিক করুন > লগইন করুন > Continue এ ক্লিক করুন > কারেন্সি পরিবর্তন করার জন্য Paypal Balance এর পাশে থ্রি ডট আইকনের ক্লিক করুন > Go To Money Page অপশনে ক্লিক করুন > Us Dollar এখানে Make Primary অপশনে ক্লিক করুন > আবারও Make Usd Primary এ ক্লিক করুন > Complete Your Account.