স্বপ্ন দেখতে কম বেশি সবাই ভালোবাসে। স্বপ্ন যদি সুন্দর হয় তাহলে তো কোনো কথাই নেই। যদি স্বপ্ন টা যদি হয়ে যায় দোষের, তাহলে একটা সমস্যা মনে করি। স্বপ্নদোষ একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে। যদিও স্বপ্নদোষ নারী পুরুষ যে কোনো কারোর হতে পারে। আসলে কি স্বপ্নদোষ কি কোনো দোষের ব্যাপার? না কি স্বপ্নদোষ কোনো রোগ? besthindishayari
এমন প্রশ্ন আনেকেরই থাকে। এমনটা নিয়ে আনেকেই চিন্তিত থাকে যে, স্বপ্নদোষের ফলে আমার কোনো ক্ষতি হচ্ছে কি না। আবার আমার শারীরিক বা মানসিক কোনো ক্ষতি হচ্ছে কি না। আমি বিয়ে করতে পারবো কি না, বা আমি বাচ্চা নিতে পারবো কি না। এই ধরনের সমস্যা নিয়ে অনেকেই দূঃচিন্তায় ভুগে থাকেন। socialbioguide
স্বপ্নদোষ খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া। অর্থাৎ এটি দোষের কিছু নয়। বিশেষ ক্ষেত্রে nanociphertech পুরুষদের ক্ষেত্রে এটি বেশি হয়ে থাকে। এটি যেকোনো বয়সেই হতে পারে। তবে যৌবনকালে একটু বেশি। তবে স্বপ্নদোষ হলে বীর্যপাত হয়ে থাকে।
স্বপ্নদোষের সময় বীর্যপাত কেন হয়
স্বংক্রিয় কোনো কার্যক্রম ছাড়াই যদি বীর্যপাত হয়ে থাকে তবে আমরা সেটাকে স্বপ্নদোষ বলে থাকি। এটি স্বপ্নের মধ্যে ও হতে পারে বা স্বপ্নের আগে বা পরে ও হতে পারে বা অন্য যে কোনো সময় হতে পারে। অথবা সারা দিনের মধ্যে ও হতে পারে। এটা যে স্বপ্নের মধ্যেই হতে হবে তা নয়। এটা দোষের কিছু নয়। পুরুষদের যে বীর্য ageofbiography তৈরি হচ্ছে এটার মধ্যে অনেক শুক্রাণু থাকছে। এই বীর্য বা শুক্রাণু প্রতিনিয়ত তৈরি হতে থাকে।
যখন এই বীর্য টা বেশি পরিমাণে তৈরি হচ্ছে এবং এটি ধরে রাখতে পারছে না। তখনই কিন্তু বীর্য নিজে থেকেই বের হয়ে যাচ্ছে। অর্থাৎ যে পরিমাণ বীর্য তৈরি হচ্ছে, সেই পরিমান ধরে রাখার জায়গা না থাকায়, জায়গাটা কে খালি করার জন্য বীর্য টা নিজের থেকেই বের হয়ে যাচ্ছে। এই প্রক্রিয়া কে আমরা মুলত স্বপ্নদোষ বলে showbrity থাকি। তবে এটি একটি প্রক্রিয়া এটি রোগ নয়।