হারানো সিম কার্ড বন্ধ করার উপায় – গ্রামীণফোন

আমরা আনেকেই সিম কার্ড হারিয়ে যায়। আর হারিয়ে গেলে সর্বপ্রথম সেই সিম কার্ড টি বন্ধ করে দেওয়া প্রয়োজন। অথবা পুরনো গ্রামীণফোন সিম কার্ড এখন আর প্রয়োজন নেই সেটি বন্ধ করে দেওয়া প্রয়োজন। তবে আনেকেই মনে করেন যে, এর জন্য গ্রামীনফোন পয়েন্টে যাওয়া লাগবে। এমন সময় আপনি খুব ব্যাস্ত  থাকতে পারেন বা গ্রামীনফোন সেন্টারে যেতে পারছেন না। এই সময় খুব দূঃচিন্তায় পরে যায়। তবে এই সময় আপনি নিজেই সিম কার্ড টি বন্ধ করতে পারবেন। 

তবে গ্রামীনফোন সিম কার্ড বন্ধ করার জন্য একটি স্মার্টফোন এবং একটি গ্রামীনফোন সিম কার্ড প্রয়োজন। আর সে টি আপনি নিজেই, ঘরে বসে করতে পারবেন। এরপর নিচের সকল বিষয় গুলো মনোযোগ দিয়ে পড়ুন। 

নিজে নিজেই সিম ডিএ্যাক্টিভ কিভাবে করবেন? GP Deactivate Lost SIM 

প্রথমে আপনার স্মার্টফোনের ইন্টারনেট কানেক্টেড করে নিন। এরপর My GP / গ্রামীনফোন অ্যাপ এ একটি গ্রামীনফোন সিম নাম্বার দিয়ে লগইন করে নিন। এরপর নিচের দিনে লেবেলে  Service নামে একটি অপশন দেখতে পাবেন, সেখানে Service  অপশনে ক্লিক করুন। এরপর Deactivate Lost SIM নামে একটি পেজ দেখতে পাবেন। 

একটু নিচের দিকে block lost sim লিখা আছে। তার একটু নিচের দিকে দেখতে পাবেন Mobile number of lost sim লিখা আছে। সেখানে সেই নাম্বারের সিম টি বন্ধ করতে চাইছেন সেই সিম নাম্বার টি লিখুন। এরপর continue এ ক্লিক করুন। এর সে নাম্বার টি বন্ধ করতে চাইছেন, সেই নাম্বার টি যে NID Card / জাতীয় পরিচয় পত্র দিয়ে রেজিষ্ট্রেশন করা আছে, সেই NID Card / জাতীয় পরিচয় পত্র নাম্বার এবং জন্ম তারিখ দিতে হবে। এর continue অপশনে ক্লিক করুন। 

এরপর আপনি যদি নিশ্চিত হন যে,এই নাম্বার টি বন্ধ করতে চাইছেন, তাহলে confrom /

submit এ ক্লিক করুন। এরপর আপনার সিম কার্ড টি যদি বন্ধ হয়ে যায। তাহলে 017xxxxনাম্বার  successfully blocked অথবা 013xxxxনাম্বার – সফলভাবে ব্লক করা হয়েছে সিম পুনরায় চালু করতে আপনার কাছাকাছি একটি গ্রামীণফোন সেন্টার অথবা জিপি অনলাইন শপে যান এবং রিপ্লেস করে নিন। লেখা টি দেখতে পাবেন। 

এটি পড়ুনঃ   Sellfin : ইসলামি ব্যাংক সেলফিন একাউন্ট খোলার নিয়ম
WhatsApp Group Join Now
Avatar of Joe Smith
Joe Smith

Hi, I am Joe Smith. I love to share my thoughts on my website, loves to write on various topics according to the trends.

Leave a Comment

Home
Join
Facebook
Search
হারানো Gp সিম বন্ধ করার উপায়, সহজ পদ্ধতি জেনে নিন মিথ্যা সাক্ষ্য দেয়া এবং দিলে করণীয় কী? জানুন স্টোরি থেকে