অশ্লীল বই বিক্রয় করার শাস্তি কী, জানুন

অশ্লীল বই বিক্রয় করার শাস্তি কীঃ অশ্লীল বই ক্রয় বিক্রয় করা আইনত একটি অপরাধ। আমরা সাধারণ অনেকেই মেলা বা কোনো উৎসব অনুষ্ঠানে বেশ কিছু ছোট খাটো দোকান দেখতে পাই, যেগুলো যুবকদের দৃষ্টি আকর্ষিত করার লক্ষ্যে অশ্লীল কিছু বই বিক্রয়ের উদ্দেশ্যে সাজিয়ে রাখে বা নমুনা হিসেবে কিছু বই ডিসপ্লে রাখে। আর এই সব অশ্লীল বই ক্রয় বিক্রয়ের কারণে যুবসমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। আজকে আমরা জানবো যে, অশ্লীল বই কি, অশ্লীল বই বিক্রয় প্রতিরোধে করণীয় কি, অশ্লীল বই বিক্রয় করার শাস্তি কি এবং অশ্লীল বই বিক্রয় করার শাস্তি আইন সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণী জানবো। 

অশ্লীল বই কি 

অশ্লীল বই বলতে বুঝানো হয়, যে বইয়ে খারাপ দৃষ্টি আকর্ষণ করার মতো লেখা বা ছবি আছে। যা এমন এক প্রকার বই, যা পড়ার পর মানুষ কাল্পনিক জগতে হারিয়ে যায় বা একঘেয়েমি কাজ করে। বা কোনো কিছুর প্রতি আসক্ত হয়ে পড়ে। এই অশ্লীল বই বিভিন্ন প্রকার হতে পারে। যেমন, যৌন শিক্ষা, ১৮+ গল্প, আসক্তি প্রকাশ করে এমন কোনো ইত্যাদি বই হতে পারে। 

অশ্লীল বই বিক্রয় প্রতিরোধে করণীয় 

যুবসমাজের ভবিষ্যৎ রক্ষার্থে আমাদের অশ্লীল বই ক্রয় বিক্রয়ের বিরুদ্ধে প্রতিরোধী হতে হবে। এই অশ্লীল বই বিক্রয়ের জন্য আপনার বা আমার ছেলে-মেয়েদের ভবিষ্যৎ নষ্ট হতে পারে। বর্তমান সময়ে বিভিন্ন মেলা বা উৎসব অনুষ্ঠানে বেশ কিছু বই পুস্তকে দোকানে অশ্লীল বই বিক্রয় করতে দেখা যায়। এই অশ্লীল বই বিক্রয়ের তথ্য জানতে পারলে বা কোথাও অশ্লীল বই সরবরাহ করা, বিক্রয় করা, সংরক্ষণ করণ তথ্য জানতে পারলে আপনার নিকটস্থ থানায় যোগাযোগ করুন বা থানায় উপস্থিত হয়ে অশ্লীল বই বিক্রয় প্রতিরোধে জন্য একটি সাধারণ ডায়েরি করুন। 

এটি পড়ুনঃ   সরকার বা রাষ্ট্রপতি মৃত্যুদন্ড বা কারাদন্ড হ্রাস করতে পারবেন

অশ্লীল বই বিক্রয় করার শাস্তি (অশ্লীল বই বিক্রয় করার শাস্তি কী)

যদি কোনো ব্যাক্তি কোনো অশ্লীল বই বা তথ্য চিত্র কাগজ বা চিত্র বা কল্পমূর্তি বা প্রতিমূর্তি অথবা অপর যে কোনো ধরনের অশ্লীল বস্তু বিক্রয় করে বা ভাড়া দেয় অথবা বিতরণ করে লোক প্রকাশ্যে প্রদর্শন করে অথবা বা যে কোন প্রকার প্রচার করে বা বিক্রয় করে বা করার বা চেষ্টা করে ভাড়া,বিতরণ, প্রকাশ্যে প্রদর্শন করার বা প্রচারের উদ্দেশ্যে তৈরি করে তাহলে সেই ব্যাক্তির কাজ দণ্ডবিধি ১৮৬০ এর ধারা ২৯২ (ক) মতে একটি অপরাধ। 

আবার যদি কোনো ব্যাক্তি কোনো অশ্লীল বস্তু বা বই বিক্রয়,বিতরণ,সংরক্ষণ বা অন্য কোনো যে কোনো উদ্দেশ্যে আমদানি করে বা রপ্তানি করে অথবা অদান-প্রদান করে অথবা অনুরূপ অশ্লীল বস্তু বা বই বিক্রয় বা ভাড়া বা বিতরণ বা প্রকাশ্যে প্রদর্শন কিংবা যে কোনো প্রকার প্রচার করা হবে, এমন জানা সত্ত্বেও বা বিশ্বাস করার কারণ থাকা সত্ত্বেও অশ্লীল বস্ত বা বই আমদানি, রপ্তানী বা সংরক্ষণ বা পরিবহন করে, তবে সেই ব্যাক্তির এই কাজ দণ্ডবিধি ১৮৬০ এর ধারা ২৯২ (খ) মতে একটি অপরাধ  

আবার যদি কোনো ব্যাক্তি এমন কোনো ব্যবসায় অংশগ্রহণ করে বা সেই ব্যবসায় মুনাফার অংশীদার হয়। তবে সেই ব্যবসায় অবৈধ আয়ের কোন উদ্দেশ্যে পূরনের জন্য কোনো অশ্লীল বস্তু তৈরি বা উৎপাদন করা, ক্রয়-বিক্রয় বা সংরক্ষণ, আমদানি বা রপ্তানি,প্রকাশ্যে প্রদর্শিত করা অথবা যেকোনো মাধ্যমে প্রচারিত হয় এমন কিছু জানা স্বত্বেও ঐ কোম্পানির বা ব্যবসায়ীক প্রতিষ্ঠানে ব্যবসায় অংশীদার হয় তবে সেই ব্যাক্তির এই কাজ দণ্ডবিধি ১৮৬০ এর ধারা ২৯২ (গ) মতে একটি অপরাধ  

আবার যে কোনো ব্যাক্তির নিকট থেকে অশ্লীল বই সংগ্রহ বা কোনো ব্যাক্তির মাধ্যমে সংগ্রহ করা যেতে পারে বলে যে কোনো বিজ্ঞাপন পচার করে বা যে কোনো মাধ্যমে প্রদর্শন করে। তবে সেই ব্যাক্তির এই কাজ দণ্ডবিধি ১৮৬০ এর ধারা ২৯২ (ঘ) মতে একটি অপরাধ। 

এটি পড়ুনঃ   জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন সম্পর্কে বিস্তারিত

যদি কোনো ব্যাক্তি দণ্ডবিধি ১৮৬০ এর ধারা ২৯২ ধারা মতে অপরাধ বলে বিবেচনা করা হবে এমন কোনো কাজ সম্পাদনের প্রস্তাব করলে বা উদ্যোগ গ্রহণ করেলে সেই ব্যাক্তির এই কাজ দণ্ডবিধি ১৮৬০ এর ধারা ২৯২ (ঙ) মতে একটি অপরাধ  

দণ্ডবিধি ১৮৬০ এর ধারা ২৯২ মতে অশ্লীল বই বিক্রয়, সংরক্ষণ, সরবরাহ,ইত্যাদি অপরাধের জন্য তিন মাস পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থ দণ্ড, অথবা উভয়বিধ দণ্ড হবে।

পড়ুনঃ যৌতুক দাবি করার শাস্তি

দণ্ডবিধি ১৮৬০ এর ২৯২ ধারা অপ্রযোজ্যতা

দণ্ডবিধি ১৮৬০ এর ধারা ২৯২ আইনের প্রকৃত ধর্মীয় উদ্দেশ্যে সংরক্ষিত বা ব্যবহৃত কোনো পুস্তক-পুস্তিকা বা লেখা, রেখা-চিত্র বা কোনো মন্দিরের মধ্যে বা বাইরে কৃত ভাস্কর্য বা খোদাই চিত্র বা কোনো ধর্মীয় উদ্দেশ্যে সংরক্ষিত বা ব্যবহৃত কোনো গাড়িতে অবস্থিত বস্তুর ক্ষেত্রে এই ধারা প্রয়োগ যোগ্য হবে না।

WhatsApp Group Join Now
Avatar of Joe Smith
Joe Smith

Hi, I am Joe Smith. I love to share my thoughts on my website, loves to write on various topics according to the trends.

Leave a Comment

Home
Join
Facebook
Search
হারানো Gp সিম বন্ধ করার উপায়, সহজ পদ্ধতি জেনে নিন মিথ্যা সাক্ষ্য দেয়া এবং দিলে করণীয় কী? জানুন স্টোরি থেকে