ইউনিয়ন ভিত্তিক ভোটার তালিকা ২০২৪ দেখার নিয়ম

ইউনিয়ন ভিত্তিক ভোটার তালিকাঃ বাংলাদেশের সকল জেলার, সকল থানার, সকল ইউনিয়ন পরিষদের সকল ভোটার লিস্ট এখন ঘরে বসেই দেখতে পারবেন। এই ভোটার লিস্ট দেখা টা ও অনেকের ই কাছে খুবই গুরুত্বপূর্ণ। যেমন নতুন ভোটার হয়েছেন।

কিন্তু ভোটার লিস্টে নাম আছে কি না তা জানার জন্য আপনার আগ্রহ থাকতে পারে। অথবা আপনার এলাকার কোনো একজনের নাম, পরিচয় জানার দরকার বা আপনার এলাকার কারোর সঠিক নাম, পিতার নাম জানার ক্ষেত্রে ও ভোটার লিস্ট খুবই গুরুত্বপূর্ণ। অথবা কারোর পরিচয় সত্যতা যাচাই করতে ভোটার তালিকা সাহায্য করে থাকে। 

দেখে নেই কিভাবে ইউনিয়ন ভিত্তিক ভোটার তালিকা দেখতে হয়

বাংলাদেশের সকল জেলার, সকল থানার, সকল ইউনিয়ন পরিষদের সকল ভোটার লিস্ট দেখার জন্য গুগলে “বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন” লিখে সার্চ করুন। এরপর বাংলাদেশের “বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন” ওয়েবসাইটে প্রবেশ করুন। এরপর ডান পাশে উপরের দিকে “ইউনিয়ন” লিখা আছে, সেখানে ক্লিক করুন। 

এরপর ইউনিয়নসমূহ অপশনে “বিভাগ বাছাই করুন” অপশনে ক্লিক করুন। এরপর বাংলাদেশের সকল বিভাগ গুলো দেখতে পাবে এবং আপনি যেই বিভাগের ভোটার লিস্ট দেখতে চাচ্ছেন সেই বিভাগ সিলেক্ট করুন। এরপর “জেলা বাছাই করুন” নামে একটি অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন। 

এরপর আগে যেই বিভাগ সিলেক্ট করেছেন, সেই বিভাগের সকল জেলা দেখতে পাবেন। এখানে যেই জেলার ভোটার লিস্ট দেখতে চাচ্ছেন, সেই জেলা সিলেক্ট করুন। এরপর “উপজেলা বাছাই করুন” নামে একটি অপশন দেখতে পাবেন। সেখানে ইতিপূর্বে যে জেলা সিলেক্ট করেছেন।

 সেই জেলার সকল উপজেলা দেখতে পাবেন এবং যেই উপজেলার ভোটার লিস্ট দেখতে চাচ্ছেন, সেই উপজেলা সিলেক্ট করুন। এরপর ঐ উপজেলায় কতগুলো ইউনিয়ন পরিষদ আছে, সেগুলোর নাম দেখতে পাবেন। এখানে আপনি যে ইউনিয়ন পরিষদের ভোটার লিস্ট দেখতে চাচ্ছেন সেই ইউনিয়ন পরিষদ এ ক্লিক করুন। এরপর ঐ ইউনিয়ন পরিষদের সাইটে প্রথম লেবেল “বিভিন্ন তালিকা” নামে অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন। এরপর বিভিন্ন তালিকা দেওয়া থাকবে। 

এটি পড়ুনঃ   রবিতে ইন্টারনেট অফার জানেন না? জেনে নিন রবি ইন্টারনেট অফার!

যদি আপনি যে ইউনিয়ন পরিষদের ভোটার লিস্ট দেখতে ইচ্ছুক, ঐ ইউনিয়ন পরিষদের সাইটে ভোটার লিস্ট যদি হালনাগাদ করা থাকে তাহলে “ভোটার তালিকা” নামে একটি অপশন দেখতে পাবেন। এবং ভোটার তালিকা অপশনে ক্লিক করে পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারোবেন। 

গুরুত্বপূর্ণ বিষয় যে, বাংলাদেশের সকল ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটে এলাকা ভিত্তিক ভোটার তালিকা হালনাগাদ করা হয় নি বা পাবলিশ করা হয় নি। কেবলমাত্র বাংলাদেশের কিছু কিছু জেলায় স্বংক্রিয়ভাবে চালু করার হয়েছে। 

ভোটার তালিকা বের করার সংক্ষিপ্ত পদ্ধতি 

বাংলাদেশ সরকারি ওয়েবসাইট/বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন >ইউনিয়ন >বিভাগ বাছাই করুন >জেলা বাছাই করুন >উপজেলা বাছাই করুন >ইউনিয়ন বাছাই করুন >ভোটার তালিকা >পিডিএফ ডাউনলোড করুন।

ভোটার তালিকা অনলাইন ছাড়া কিভাবে পাবেন

আপনি যদি নির্বাচন পদপ্রার্থী হয়ে থাকেন বা নির্বাচন প্রচারক হয়ে থাকেন। তাহলে উপজেলা পরিষদের নির্দিষ্ট ফি সহ আপনার ওয়ার্ডের চূড়ান্ত ভোটার তালিকার জন্য আবেদন করতে পারেন। এবং চূড়ান্ত ভোটার তালিকা পেতে পারেন। এছাড়াও ইউনিয়ন পরিষদের সদস্যদের নিকট সংরক্ষিত থাকে। এছাড়াও বিভিন্ন জরিপের জন্য হাইস্কুল বা প্রাইমারি স্কুল শিক্ষকদের নিকট সংরক্ষিত থাকে। আপনি চাইলে তাদের নিকট থেকে কপি নিতে পারেন।  

WhatsApp Group Join Now
Avatar of Bijoya Sen
Bijoya Sen

আমি বিজয়া সেন। পেশায় একজন ছাত্রী। বর্তমানে ঢাকা শহরে বসবাস করছি। আমি ব্লগ পড়তে ও আর্টিকেল লিখতে পছন্দ করি। অবসর সময়ে ব্লগে বিভিন্ন টপিক লিখে অনলাইনে শেয়ার করে থাকি। ময়মনসিংহ সদরে ২০০২ সালের ০৫ এপ্রিল মধ্যবিত্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করি। লেখাপড়ার পাশাপাশি অনলাইনে বিভিন্ন তথ্য থেকে জ্ঞান আহরন করে এগুলি দিয়ে আমি সব সময় আমার ব্লগ লেখাকে ভাল অবস্থানে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করি। উল্লেখিত বক্সে আমার সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত আপনাদের অবগতরি জন্য তুলে ধরলাম। এছাড়া "আজকের ডায়েরি" অর্গানাইজেশনকে ধন্যবাদ এখানে কাজের সুযোগ করে দেয়ার জন্য।

Leave a Comment

Home
Join
Facebook
Search
হারানো Gp সিম বন্ধ করার উপায়, সহজ পদ্ধতি জেনে নিন মিথ্যা সাক্ষ্য দেয়া এবং দিলে করণীয় কী? জানুন স্টোরি থেকে