Sellfin : ইসলামি ব্যাংক সেলফিন একাউন্ট খোলার নিয়ম

Sellfin Account : আজকে আমরা ইসলামি ব্যাংকের সেলফিন অ্যাপ সম্পর্কে বিস্তারিত জানবো। সেলফিন অ্যাপে কিভাবে ইসলামি ব্যাংক অ্যাকাউন্ট যোগ করবেন। এর আগে আপনাকে জানা দরকার যে, কি জন্যে সেলফিন অ্যাপে ইসলামি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন? সেলফিন অ্যাপে ইসলামি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার অসংখ্য সুযোগ সুবিধা রয়েছে।

যেমন – সেলফিন অ্যাপ থেকে ইসলামি ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন। ব্যাংক স্টেটমেন্ট চেক করতে পারবেন। অথবা সেলফিনের মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি বিকাশ বা নগদ এ টাকা নিয়ে আসতে পারবেন। এছাড়াও কোনো ধরনের কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা ক্যাশ-আউট করতে পারবেন। 

আপনি চাইলে যে কোনো ধরনের বিল পে করতে পারবেন। এছাড়াও যে কোনো সময় মোবাইল রিচার্জ করতে পারবেন। এই রকম গুরুত্বপূর্ণ অসংখ্য কাজ যা,২৪ ঘন্টা এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সেলফিন অ্যাপের মাধ্যমে করতে পারবেন। 

ইসলামী ব্যাংক সেলফিন রেজিস্ট্রেশন (Sellfin)

সেলফিন অ্যাপ টি গুগল প্লেস্টোর থেকে ইনিস্টল করে নিবেন। এরপর আপনার সেলফিনে অ্যাকাউন্ট খোলা না থাকলে রেজিস্ট্রার অপশন এ ক্লিক করুন। এরপর আপনি কোন দেশ থেকে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তা সিলেক্ট করুন। এরপর এরপর এনআইডি কার্ড দিতে হবে। 

এরপর একটি মোবাইল নাম্বার দিতে হবে এবং মোবাইল নাম্বার টি যে অপারেটর সেটি সিলেক্ট করুন। এরপর একটি গোপনীয় পিন নাম্বার দিন (অবশ্যই পিন নাম্বার টি মনে রাখিবেন) এরপর রেজিস্ট্রার অপশন এ ক্লিক করুন। 

এরপর আপনার মোবাইল নাম্বার এ ছয় সংখ্যার ওটিপি কোড আসবে, সেটি লিখে সাবমিট এ ক্লিক করুন। এরপর আপনার এনআইডি কার্ড এর ছবি আপলোড করতে হবে। প্রথমে এনআইডি কার্ডের প্রথম পৃষ্ঠার ছবি আপলোড করতে হবে। এরপর এনআইডি কার্ডের দ্বিতীয় পৃষ্ঠার ছবি আপলোড করতে হবে। 

এরপর অটোমেটিক আপনার পরিচয় ডিটেইলস চলে আসবে। সেখা আপনার পেশা সহ অন্য তথ্য ঠিক আছে কি না দেখে নিবেন এরপর পরবর্তী বাটন এ ক্লিক করুন। এরপর অটোমেটিক সামনের ক্যামেরা চালু হবে আপনার ছবি তুলার জন্য, এবং ক্যামেরার দিকে তাকিয়ে কয়েকটি চোখের পলক ফেললেই অটোমেটিক ছবি ক্যাপচার করে নিবেন। 

এটি পড়ুনঃ   eJanata: জনতা ব্যাংক মোবাইল ব্যাংকিং | জনতা ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

সেলফিন অ্যাপে ব্যাংক অ্যাকাউন্ট যোগ করার নিয়ম

এরপর আপনার যে মোবাইল নাম্বার টি দিয়ে ইসলামি ব্যাংক অ্যাকাউন্ট খোলা আছে, সেই মোবাইল নাম্বার টি দিয়ে লগইন করে নিন। এরপর একটু নিচের দিকে Bank AC লেখা দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন। এরপর ডান পাশে নিচের দিকে + প্লাস আইকন দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন। এরপর তিন টি অপশন দেখতে পাবেন।

 প্রথমে আপনার নাম লিখুন। আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে নাম টি ব্যবহার করেছেন সেটি অবশ্যই লিখবেন। এরপর আপনার জন্ম তারিখ লিখুন অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে যে জন্ম তারিখ ব্যবহার করেছেন সেটিই অবশ্যই লিখবেন। এরপর আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার টি লিখবেন। এরপর Submit অপশনে ক্লিক করুন। 

এরপর যে মোবাইল নাম্বার টি দিয়ে ইসলামি ব্যাংক অ্যাকাউন্ট খোলা আছে, ঐ মোবাইল নাম্বারে ছয় সংখ্যার কোড আসবে। সেই কোড লিখবেন। এরপর Submit অপশন এ ক্লিক করুন। এরপর আপনাকে একটি নোটিফিকেশন দেখানো হবে। আপনি চাইলে ইসলামি ব্যাংকের হেল্পলাইন নাম্বারে কল করে বিস্তারিত জানতে পারেন।

এখন আপনাকে আপনার নিকটস্থ ইসলামি ব্যাংকে যোগাযোগ করতে হবে। 

এবং ব্যাংক কতৃপক্ষ সেলফিন অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আপনার স্বাক্ষরিত একটি অবেদন নিবেন। এরপর ইসলামি ব্যাংক কতৃপক্ষ আপনাকে ফোন দিবেন এবং ছয় সংখ্যার কোড নিবেন এবং সেলফিন অ্যাকাউন্ট টি স্বংক্রিয় ভাবে চালু করে দিবেন। 

সুপ্রিয় পাঠক, আপনার লেখা গল্প, কাহিনি, জীবনীগ্রন্থ সহ ডায়েরি ভুক্ত বিজ্ঞাপন আমাদের ওয়েবসাইটে প্রকাশ করুন। হয়ে উঠুন একজন লেখক – এবং লক্ষাধিক মানুষের কাছে পৌঁছে দিন। 

   

https://unilatina.edu.co/casino/index.html
WhatsApp Group Join Now
Bikrom Das

হাই, আমার নাম বিক্রম দাস। পেশায় একজন ব্যাবসায়ী এবং ফ্রিল্যান্সার। আমি ময়মনসিংহে বসবাস করি। আমি আমার অবসর সময়ে পড়াশোনা করতে পছন্দ করি। এছাড়া অবসর সময়ে বিভিন্ন টপিক লিখে অনলাইনে শেয়ার করে থাকি। আমি ২০০৩ সালে ময়মনসিংহ সিটিতে মধ্যবিত্ত হিন্দু পরিবারে জন্মগ্রহন করি। জীবনে বহু চড়াই-উতড়াই পাড় করেছি এবং এখনো করে যাচ্ছি। এই বক্সে আমার সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত আপনাদের অবগতরি জন্য তুলে ধরলাম। সবাইকে ধন্যবাদ আমার লেখাগুলি পড়ার জন্য।

Leave a Comment

Home
Join
Facebook
Search
হারানো Gp সিম বন্ধ করার উপায়, সহজ পদ্ধতি জেনে নিন মিথ্যা সাক্ষ্য দেয়া এবং দিলে করণীয় কী? জানুন স্টোরি থেকে