eJanata: আপনার যদি জনতা ব্যাংকের একটি অ্যাকাউন্ট থাকে তাহলে জনতা ইন্টারনেট ব্যাংকিং সুবিধা পেতে পারেন। আজকে আমরা জানবো যে, কি ভাবে eJanata মোবাইল অ্যাপে লগইন সম্পুর্ন করবেন। কিভাবে অ্যাকাউন্ট এক্টিভ করবেন এবং কি ভাবে মানি ট্রান্সফার করবেন।
জনতা ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং (eJanata)
প্রথমে প্লেস্টোর থেকে eJanata মোবাইল অ্যাপ টি ইনিস্টল করুন। এরপর অ্যাপটি ওপেন করুন। এরপর sing up অপশনে ক্লিক করুন। এরপর আপনার Fast Name এবং আপনার Last Name এবং আপনি যেই নাম্বার টি দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন সেই মোবাইল নাম্বার টি লিখুন। যদি অন্য মোবাইল নাম্বার দেন, তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন না। এরপর আপনার ইমেইল ঠিকানা লিখুন। এরপর একটি শক্তিশালী পাসওয়ার্ড লিখুন।
এরপর শর্তাবলী টিক মার্ক দিয়ে দিন এবং Submit এ ক্লিক করুন। এরপর ওটিপি কোড আসবে এবং অটোমেটিক ওটিপি কোড ভেরিফাই হবে এবং নোটিফিকেশন allow চাইলে allow করে দিন। এরপর আপনাকে একটি ইউজার আইডি দেওয়া হবে। এরপর সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। এরপর Add Account অপশনে ক্লিক করুন। এরপর আপনার অ্যাকাউন্ট নাম্বার টি লিখুন।
এরপর আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বার টি লিখুন। এরপর আপনার জন্ম তারিখ লিখুন। এরপর Add এ ক্লিক করুন। এরপর Ok অপশনে ক্লিক করুন। এরপর আপনার নিকটস্থ জনতা ব্যাংকের ব্রাঞ্চে দিয়ে একটি নির্দিষ্ট ফর্ম পূরণের মাধ্যমে জনতা ইন্টারনেট ব্যাংকিং ভেরিফাই সম্পুর্ন করতে হবে। এরপর eJanata অ্যাপ টি ওপেন করুন এবং More ফ্রি ডট আইকনে ক্লিক করুন এবং পিন সেটআপ করে নিন।
এরপর ইমেইল ঠিকানা ভেরিফাই করুন। এরপর জনতা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং এর সকল সুবিধা উপভোগ করতে পারবেন।
জনতা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং শর্টকাট পদ্ধতি
ইনিস্টল eJanata অ্যাপ > ওপেন অ্যাপ > sing up অপশনে ক্লিক করুন > আপনার Fast Name লিখুন > আপনার Last Name লিখুন > আপনার মোবাইল নাম্বার লিখুন > আপনার ইমেইল ঠিকানা লিখুন > একটি শক্তিশালী পাসওয়ার্ড লিখুন > শর্তাবলী টিক মার্ক করুন > Submit এ ক্লিক করুন > ওটিপি কোড ভেরিফাই করুন > ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন > Add Account অপশনে ক্লিক করুন > আপনার অ্যাকাউন্ট নাম্বার টি লিখুন > আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বার টি লিখুন > আপনার জন্ম তারিখ লিখুন > Add এ ক্লিক করুন > Ok অপশনে ক্লিক করুন > আপনার নিকটস্থ জনতা ব্যাংকের ব্রাঞ্চে দিয়ে একটি নির্দিষ্ট ফর্ম পূরণের মাধ্যমে জনতা ইন্টারনেট ব্যাংকিং ভেরিফাই সম্পুর্ন করুন > eJanata অ্যাপ টি ওপেন করুন > More ফ্রি ডট আইকনে ক্লিক করুন > পিন সেটআপ করুন > ইমেইল ঠিকানা ভেরিফাই করুন > জনতা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং এর সকল সুবিধা উপভোগ করুন।
এমনই সহায়ক তথ্য পেতে আমাদের সাথে যুক্ত থাকুন। আজকের ডায়েরি আছে আপনার সাথেই।