eJanata: জনতা ব্যাংক মোবাইল ব্যাংকিং | জনতা ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

eJanata: আপনার যদি জনতা ব্যাংকের একটি অ্যাকাউন্ট থাকে তাহলে জনতা ইন্টারনেট ব্যাংকিং সুবিধা পেতে পারেন। আজকে আমরা জানবো যে, কি ভাবে eJanata মোবাইল অ্যাপে লগইন সম্পুর্ন করবেন। কিভাবে অ্যাকাউন্ট এক্টিভ করবেন এবং কি ভাবে মানি ট্রান্সফার করবেন। 

জনতা ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং (eJanata)

প্রথমে প্লেস্টোর থেকে eJanata মোবাইল অ্যাপ টি ইনিস্টল করুন। এরপর অ্যাপটি ওপেন করুন। এরপর sing up অপশনে ক্লিক করুন। এরপর আপনার Fast Name এবং আপনার Last Name এবং আপনি যেই নাম্বার টি দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন সেই মোবাইল নাম্বার টি লিখুন। যদি অন্য মোবাইল নাম্বার দেন, তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন না। এরপর আপনার ইমেইল ঠিকানা লিখুন। এরপর একটি শক্তিশালী পাসওয়ার্ড লিখুন। 

এরপর শর্তাবলী টিক মার্ক দিয়ে দিন এবং Submit এ ক্লিক করুন। এরপর ওটিপি কোড আসবে এবং অটোমেটিক ওটিপি কোড ভেরিফাই হবে এবং নোটিফিকেশন allow চাইলে allow করে দিন। এরপর আপনাকে একটি ইউজার আইডি দেওয়া হবে। এরপর সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। এরপর Add Account অপশনে ক্লিক করুন। এরপর আপনার অ্যাকাউন্ট নাম্বার টি লিখুন। 

এরপর আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বার টি লিখুন। এরপর আপনার জন্ম তারিখ লিখুন। এরপর Add এ ক্লিক করুন। এরপর Ok অপশনে ক্লিক করুন। এরপর আপনার নিকটস্থ জনতা ব্যাংকের ব্রাঞ্চে দিয়ে একটি নির্দিষ্ট ফর্ম পূরণের মাধ্যমে জনতা ইন্টারনেট ব্যাংকিং ভেরিফাই সম্পুর্ন করতে হবে। এরপর eJanata অ্যাপ টি ওপেন করুন এবং More ফ্রি ডট আইকনে ক্লিক করুন এবং পিন সেটআপ করে নিন। 

এরপর ইমেইল ঠিকানা ভেরিফাই করুন। এরপর জনতা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং এর সকল সুবিধা উপভোগ করতে পারবেন। 

জনতা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং শর্টকাট পদ্ধতি 

ইনিস্টল eJanata অ্যাপ > ওপেন অ্যাপ > sing up অপশনে ক্লিক করুন > আপনার Fast Name লিখুন > আপনার Last Name লিখুন > আপনার মোবাইল নাম্বার লিখুন > আপনার ইমেইল ঠিকানা লিখুন > একটি শক্তিশালী পাসওয়ার্ড লিখুন > শর্তাবলী টিক মার্ক করুন > Submit এ ক্লিক করুন > ওটিপি কোড ভেরিফাই করুন > ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন > Add Account অপশনে ক্লিক করুন > আপনার অ্যাকাউন্ট নাম্বার টি লিখুন > আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বার টি লিখুন > আপনার জন্ম তারিখ লিখুন > Add এ ক্লিক করুন > Ok অপশনে ক্লিক করুন > আপনার নিকটস্থ জনতা ব্যাংকের ব্রাঞ্চে দিয়ে একটি নির্দিষ্ট ফর্ম পূরণের মাধ্যমে জনতা ইন্টারনেট ব্যাংকিং ভেরিফাই সম্পুর্ন করুন > eJanata অ্যাপ টি ওপেন করুন > More ফ্রি ডট আইকনে ক্লিক করুন > পিন সেটআপ করুন > ইমেইল ঠিকানা ভেরিফাই করুন > জনতা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং এর সকল সুবিধা উপভোগ করুন। 

এটি পড়ুনঃ   এয়ারটেল সিমে ১৭ টাকায় ২ জিবি ইন্টারনেট অফার

এমনই সহায়ক তথ্য পেতে আমাদের সাথে যুক্ত থাকুন। আজকের ডায়েরি আছে আপনার সাথেই।

WhatsApp Group Join Now
Avatar of Bikrom Das
Bikrom Das

হাই, আমার নাম বিক্রম দাস। পেশায় একজন ব্যাবসায়ী এবং ফ্রিল্যান্সার। আমি ময়মনসিংহে বসবাস করি। আমি আমার অবসর সময়ে পড়াশোনা করতে পছন্দ করি। এছাড়া অবসর সময়ে বিভিন্ন টপিক লিখে অনলাইনে শেয়ার করে থাকি। আমি ২০০৩ সালে ময়মনসিংহ সিটিতে মধ্যবিত্ত হিন্দু পরিবারে জন্মগ্রহন করি। জীবনে বহু চড়াই-উতড়াই পাড় করেছি এবং এখনো করে যাচ্ছি। এই বক্সে আমার সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত আপনাদের অবগতরি জন্য তুলে ধরলাম। সবাইকে ধন্যবাদ আমার লেখাগুলি পড়ার জন্য।

Leave a Comment

Home
Join
Facebook
Search
হারানো Gp সিম বন্ধ করার উপায়, সহজ পদ্ধতি জেনে নিন মিথ্যা সাক্ষ্য দেয়া এবং দিলে করণীয় কী? জানুন স্টোরি থেকে