আমাদের মধ্যে অনেকেই টিকটক একাউন্ট খুলতে পারিনা। এই পোষ্ট থেকে প্রফেশনাল টিকটক অ্যাকাউন্ট খোলার নিয়ম সম্মন্ধে জানব। আমরা যারা টিকটকে ভিডিও দেখি বা ভিডিও আপলোড করি। তারা সকলেই এই টিকটকের সকল সেটিং গুলো জানি না। খুবই সাধারণ ভাবে একটি অ্যাকাউন্ট খুলে ভিডিও দেখি বা ভিডিও আপলোড করে থাকি। এর জন্য আপনার আপলোড করা ভিডিও তে কোনো লাইক আসে না বা ভিউ হয় না বা কোনো কমেন্ট আসে না বা আপনার অ্যাকাউন্টে কোনো ট্রাফিক আসে না।
এর জন্য আজকে আমরা জানবো যে, টিকটকের শর্তাবলী ও নীতিমালা অনুযায়ী কিভাবে একটি প্রফেশনাল টিকটক অ্যাকাউন্ট খুলবেন। কি ভাবে ইউজার নেম সেটআপ করবেন বা কিভাবে ভিডিও আপলোড করবেন। আরও জানবো যে, কিভাবে টিকটক ভিডিও ভাইরাল করবেন।
প্রফেশনাল টিকটক অ্যাকাউন্ট খোলার নিয়ম
প্রথমে গুগল প্লেস্টোর এ যান এবং tiktok লিখে সার্চ করুন। এরপর টিকটক অ্যাপ টি ইনিস্টল করে নিন। এরপর টিকটক অ্যাপ টি ওপেন করুন। এরপর Agree and continue লেখা অপশনে ক্লিক করুন। এরপর Skip অপশনে ক্লিক করুন। এরপর Start watching এ ক্লিক করুন। এরপর নিচের দিকে কোণায় profile অপশনে ক্লিক করুন। এরপর Sign-up অপশনে ক্লিক করুন। এরপর এখানে তিন টি মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবেন।
- ১। আপনার মোবাইল নাম্বার এবং ইমেইল ঠিকানা ব্যবহার করে।
- ২। ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন।
- ৩। গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন।
তবে আমি মতামত দিবো যে, ফেসবুক এবং গুগল অ্যাকাউন্ট দিয়ে টিকটক অ্যাকাউন্ট খুলবেন না। Use Phone Or Email অপশনে ক্লিক করুন। এরপর আপনি চাইলে সরাসরি আপনার ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন। অথবা ইমেইল অপশনে ক্লিক করে ইমেইল ঠিকানা দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে আমি মতামত দিবো যে, ইমেইল ঠিকানা ব্যবহার করে অ্যাকাউন্ট খুলুন। এর জন্য একটি ইমেইল ঠিকানা লিখুন এবং Next অপশনে ক্লিক করুন। এরপর ক্যাপচার পূরণ করুন। এরপর একটি গোপনীয় পাসওয়ার্ড দিবেন, যা আট সংখ্যা থেকে বিশ সংখ্যার মধ্যে, এবং পাসওয়ার্ড এর মধ্যে নাম্বার এবং সংখ্যা রাখতে হবে।
এরপর Next অপশনে ক্লিক করুন। এরপর আপনার Date of birth সিলেক্ট করতে হবে। এর জন্য নিচের দিকে মাস, দিন, বছর সিলেক্ট করুন। তবে আপনার জন্ম তারিখ অনুযায়ী বয়স ১৮ বছরের উপরে হতে হবে। এরপর Next অপশনে ক্লিক করুন। এরপর আপনার নাম লিখুন। এরপর Confirm অপশনে ক্লিক করুন। এরপর পারমিশন Allow করে দিন। এখন আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্টের সেটিং গুলো সম্পুর্ন করতে হবে। এর জন্য নিচের দিকে Profile অপশনে ক্লিক করুন। এরপর আপনার প্রোফাইল দেখতে পাবেন। এরপর add অপশনে ক্লিক করে আপনার টিকটক অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার সেটআপ বা আপলোড করুন। এরপর Edit Profile অপশনে ক্লিক করুন।
এরপর ইউজার নেম এ ক্লিক করুন এবং আপনার ইউজার নেম টি পরিবর্তন করুন। ইউজার এমন দিবেন, যে টি টিকটকে খুব সহজেই সার্চ করলে আপনার অ্যাকাউন্ট টি খুজে পাবে। এরপর Save অপশনে ক্লিক করুন। এরপর Set Username অপশনে ক্লিক করুন। এরপর আপনার Bio সেটআপ করতে হবে। এর জন্য Bio অপশনে ক্লিক করুন। এখানে আপনার সম্পর্কে বিস্তারিত কিছু লিখুন। এরপর Save অপশনে ক্লিক করুন। এরপর আপনি চাইলে ইনস্ট্রাগ্রাম অ্যাকাউন্ট বা ইউটিউব চ্যানেল add করতে পারবেন। এখন আপনার প্রোফাইলের কাজ সম্পুর্ন। এরপর আবারও প্রোফাইল মেনু ওপেন করুন।
এরপর উপরের কর্ণারে থ্রি ডট আইকনের ক্লিক করুন। এরপর Setting & Privacy অপশনে ক্লিক করুন। এরপর Account অপশনে ক্লিক করুন। এরপর Account Information অপশনে ক্লিক করুন। এরপর আপনার মোবাইল নাম্বার add করুন। এরপর Send Code অপশনে ক্লিক করুন। এরপর আপনার মোবাইল নাম্বারে ওটিপি কোড আসবে। সেটি সেটআপ করুন। এরপর আপনার ইমেইল ঠিকানা ভেরিফাই করতে হবে। এরপর ইমেইল এর উপর ক্লিক করুন। এরপর Verify Email অপশনে ক্লিক করুন। এরপর Send Code অপশনে ক্লিক করুন। এরপর আপনার ইমেইল ঠিকানায় ওটিপি কোড আসবে, সেটি সেটআপ করুন। এরপর Setting & Privacy অপশনে ফিরে আসুন। এরপর Privacy অপশনে ক্লিক করুন। এরপর Liked Videos অপশনে ক্লিক করুন। এরপর Everyone সিলেক্ট করুন। এরপর Privacy অপশনে ফিরে আসুন। এরপর Post Views অপশন টি On করে দিন। এরপর Profile Views অপশন টি On করে দিন।
এরপর Setting & Privacy অপশনে ফিরে আসুন। এরপর Security অপশনে ক্লিক করুন। এরপর 2-Step Verification অপশনে ক্লিক করুন। এরপর মোবাইল নাম্বার, জিমেইল, পাসওয়ার্ড এই তিন টির উপর টিক মার্ক করে দিন। এরপর Turn On অপশনে ক্লিক করুন। এখানে অটোমেটিক Turn on হয়ে যাবে। এখন আপনার টিকটক অ্যাকাউন্ট খোলার কাজ সম্পুর্ন হয়েছে। একটি প্রফেশনাল টিকটক অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে। এখন আপনি ভিডিও আপলোড করতে পারবেন।
প্রফেশনাল টিকটক অ্যাকাউন্ট খোলার শর্টকাট নিয়ম
- গুগল প্লেস্টোর যান > সার্চ tiktok অ্যাপ > ইনিস্টল করুন > ওপেন করুন >
- Agree and continue এ ক্লিক করুন > Skip এ ক্লিক করুন >
- Start watching এ ক্লিক করুন > profile এ ক্লিক করুন > Sign-up এ ক্লিক করুন >
- Use Phone Or Email এ ক্লিক করুন > Email এ ক্লিক করুন >
- Next এ ক্লিক করুন > CAPCHAR এ ক্লিক করুন > পাসওয়ার্ড এ ক্লিক করুন >
- Next এ ক্লিক করুন > Date of birth এ ক্লিক করুন > Next এ ক্লিক করুন >
- Confirm এ ক্লিক করুন > Allow এ ক্লিক করুন > Setting এ ক্লিক করুন >
- profile এ ক্লিক করুন > add profile picture এ ক্লিক করুন >
- Edit profile এ ক্লিক করুন > Username এ ক্লিক করুন > Bio এ ক্লিক করুন >
- Save এ ক্লিক করুন > add Instagram account এ ক্লিক করুন >
- add YouTube channel এ ক্লিক করুন > প্রোফাইল মেনু তে ক্লিক করুন >
- থ্রি ডট আইকনের ক্লিক করুন > Setting & Privacy অপশনে এ ক্লিক করুন >
- Account অপশনে ক্লিক করুন > Account Information অপশনে ক্লিক করুন >
- মোবাইল নাম্বার add করুন > Send Code অপশনে ক্লিক করুন >
- OTP Code setup করুন > Verify Email এ ক্লিক করুন >
- Send Code অপশনে ক্লিক করুন > OTP setup করুন >
- Setting & Privacy অপশনে ফিরে আসুন > Privacy অপশনে ক্লিক করুন >
- Liked Videos অপশনে ক্লিক করুন > Everyone সিলেক্ট করুন >
- Privacy অপশনে ফিরে আসুন > Post Views অপশন টি On করে দিন >
- Profile Views অপশন টি On করে দিন >
- Setting & Privacy অপশনে ফিরে আসুন > Security অপশনে ক্লিক করুন >
- মোবাইল নাম্বার, জিমেইল, পাসওয়ার্ড এই তিন টির উপর টিক মার্ক করে দিন >
- Turn On অপশনে ক্লিক করুন > অটোমেটিক Turn on হয়ে যাবে > tiktok অ্যাকাউন্ট সম্পুর্ন হয়েছে।