আমাদের জানা দরকার যে ভালোবাসা কি? প্রেম ভালোবাসা সত্য না কি মিথ্যা? পুরনো ভালোবাসা কেন জেগে ওঠে? ভালোবাসা কি?ছেলে মেয়ে কেন প্রেমে পড়ে? জানার অনুভূতি নিয়েই আজকের এই ছোট গল্প।
নিচের যে অংশ থেকে পড়তে চান, ক্লিক করুন:
পুরনো ভালোবাসা কেন জেগে ওঠে
আমরা অনেক সময়ই বন্ধুদের মাঝে শুনতে পাই যে, পুরনো ভালোবাসা জেগে ওঠেছে, কেউ কারো প্রতি পাগল হয়ে গেছে। একজন আরেক জন কে ছাড়া বাচবে না। এমন টা প্রশ্ন অনেকেরই মনের মাঝে রয়েছে। তবে আমাদের জানা দরকার যে, ভালোবাসা কি?
ভালোবাসা কি
ভালোবাসা হলো মনের আবেগ! একজন অরেক জনের প্রতি আসক্ত হয়ে পড়ে। যেমন, একটা ছেলে একটা মেয়ের প্রতি আসক্ত হয়ে পড়েছে। অথবা একটা মেয়ে একটা ছেলের প্রতি আসক্ত হয়ে পড়েছে। ঠিক এই রকম আসক্ত হয়ে পড়া একটি মনের আবেগ যা আমরা প্রেম ভালোবাসা বলে থাকি। এমনটা মনে করে যে,তাকে ছাড়া আমি বাঁচবো না। যার জন্য অনেকেই জীবন বিপন্ন করে দেয়।
ছেলে মেয়ে কেন প্রেমে পড়ে
একটা ছেলে এবং একটা মেয়ে প্রেমে পড়ার বেশ কিছু কারণ থাকে। যেগুলোর মধ্যে সৌন্দর্য, রঙিন পোশাক পড়া,চোখের দিকে তাকিয়ে কথা বলা,হাসি মুখে কথা বলা সহ অন্যান্য কারণ থাকতে পারে। যার কারণে ছেলে মেয়ে প্রেমে পড়ে। একটা ছেলের চলাফেরা, কি রকম পোশাক পড়ে,কিভাবে চলাফেরা করে, কি পরিমাণ ইনকাম করে বা টাকা খরচ করে তা দেখে একটা মেয়ে প্রেমে পড়ে।
একটা মেয়ে কি রকম পোশাক পড়ে, দেখতে কতটা সৌন্দর্যের, কতটা আকর্ষণীয় পোশাক পড়েছে তা দেখে একটা ছেলে প্রেমে পড়ে। এছাড়াও অন্যান্য কারণ থাকতে পারে।
প্রেম ভালোবাসা সত্য না কি মিথ্যা
সিনেমা দেখলেই যেন মনে হয়, প্রেম ভালোবাসা সত্য! কিন্তু ব্যাস্তবতা অনেক কঠিন। সিনেমায় প্রেমিক প্রেমিকা এটা বোঝায় যে, জীবন চলে গেলেও দুজন এক সাথে থাকবে।একজন অরেক জন কে ছাড়া বাচবে না বা থাকতে পারবে না। যারা অভিনয়ের মাধ্যমে বোঝায় যে,প্রেম ভালোবাসা সত্য, তাদের জীবনীতে তাদের সংসার টিকে না। তাদের প্রেম ভালোবাসা সত্য নয়। প্রেম ভালোবাসা সত্য এটা কেবলমাত্র সিনেমাতেই মানায়।