বাংলাদেশের সকল আদালতের মামলার তথ্য এখন ঘরে বসেই দেখতে পারবেন। আজ আমরা আলোচনা করবো, কিভাবে আপনার মামলার তারিখ জানবেন। বা কিভাবে মামলার পরবর্তী আদেশ বা পরবর্তী তারিখ জানবেন। কিভাবে মামলা খুজবেন/অনুসন্ধান করবেন। এছাড়াও হাইকোর্ট বিভাগ ও আপীল বিভাগ এর মামলায় কার্যতালিকা কি ভাবে দেখবেন তা সংক্ষিপ্ত বিবরণীতে জানাবো।
নিচের যে অংশ থেকে পড়তে চান, ক্লিক করুন:
মামলার ই-কার্যতালিকা
মামলার কার্যতালিকা ম্যাজিস্ট্রেট আদালত
মামলার কার্যতালিকা জেলা ও দায়রা জজ আদালত
বাংলাদেশের সকল জেলার ম্যাজিস্ট্রেট আদালতের মামলার তারিখ সহ বাদী ও আসামির নাম দেখতে পারবেন। এছাড়াও আরও জানতে পারবেন যে,মামলা টি বর্তমান কি আদেশ আছে বা কি অবস্থায় রয়েছে অথবা নিস্পত্তি হয়েছে কি না। এছাড়া অন্যান্য কাগজ পত্র দেখতে পারবেন না। কেবল মাত্র মামলার তারিখ, বর্তমান আদেশ,পরবর্তী আদেশ,পরবর্তী তারিখ সহ বাদী ও আসামির নাম জানা সম্ভব হবে।
জেলা ও দায়রা জজ আদালতের মামলার কার্যতালিকা দেখার নিয়মঃ-
ম্যাজিস্ট্রেট আদালতের মামলার কার্যতালিকা দেখার নিয়মঃ-
ম্যাজিস্ট্রেট আদালতের মামলার কার্যতালিকা দেখার জন্য আপনি অ্যাপ ব্যবহার করতে পারেন বা ওয়েবসাইট থেকে ও দেখতে পারেন। গুগল প্লেস্টোর এ “cause list” বা “আমার আদালত” লিখে সার্চ করুন। এরপর ইনিস্টল করুন অথবা গুগলে “মামলার কার্যতালিকা” লিখে সার্চ করুন। অ্যাপ এবং ওয়েবসাইট একই নিয়মে ব্যবহার করতে হয়। এরপর অ্যাপ বা ওয়েবসাইট ওপেন করুন। এরপর আপনি যদি প্রতিদিনের মামলার কার্যতালিকা দেখতে চান তাহলে “অধস্তন আদালত” সিলেক্ট করুন। এরপর একটু নিচের দিকে আপনার বিভাগ সিলেক্ট করুন। এরপর আপনার জেলা সিলেক্ট করুন। এরপর যেই আদালতের কার্যতালিকা দেখবেন, সেই আদালতের নাম সিলেক্ট করুন। এরপর আপনি কোন তারিখের কার্যতালিকা দেখবেন, সেই তারিখ সিলেক্ট করুন। এরপর এরপর সার্চ/অনুসন্ধান এ ক্লিক করুন। এরপর ঐ তারিখের সম্পূর্ণ মামলার কার্যতালিকা দেখতে পাবেন।
জেলা ও দায়রা জজ আদালতের মামলা অনুসন্ধান করার নিয়মঃ-
ম্যাজিস্ট্রেট আদালতের মামলা অনুসন্ধান করার নিয়মঃ-
ম্যাজিস্ট্রেট আদালতের মামলা অনুসন্ধান করার জন্য আপনি অ্যাপ ব্যবহার করতে পারেন বা ওয়েবসাইট থেকে ও দেখতে পারেন। গুগল প্লেস্টোর এ “cause list” বা “আমার আদালত” লিখে সার্চ করুন। এরপর ইনিস্টল করুন অথবা গুগলে “মামলার কার্যতালিকা” লিখে সার্চ করুন। অ্যাপ এবং ওয়েবসাইট একই নিয়মে ব্যবহার করতে হয়। এরপর অ্যাপ বা ওয়েবসাইট ওপেন করুন। এরপর আপনি যদি মামলা খুজতে চান তাহলে “মামলা অনুসন্ধান করুন” সিলেক্ট করুন। এরপর একটু নিচের দিকে আপনার বিভাগ সিলেক্ট করুন। এরপর আপনার জেলা সিলেক্ট করুন। এরপর যেই আদালতের মামলা খুজতে চাচ্ছেন, সেই আদালতের নাম সিলেক্ট করুন। এরপর আপনার মামলা নাম্বার লিখুন, অবশ্যই মামলা নাম্বার লিখার সময় “নাম্বার/সাল” লিখতে হবে। উদাহরণ স্বরূপ “১২৩/২০২৪” এভাবে লিখতে হবে। এরপর এরপর সার্চ/অনুসন্ধান এ ক্লিক করুন। এরপর ঐ নাম্বারের মামলার বাদী/বিবাদী/দরখাস্তকারী/প্রতিপক্ষ দের নাম ও বর্তমান তারিখ, পরবর্তী তারিখ, বর্তমান আদেশ, পরবর্তী আদেশ সহ অন্যান্য তথ্য দেখতে পাবেন। তবে মামলার অন্যান্য কাগজ পত্র দেখতে পাবেন না।
হাইকোর্ট বিভাগ মামলার কার্যতালিকা দেখার নিয়মঃ-
আপীল বিভাগ মামলার কার্যতালিকা দেখার নিয়মঃ-
হাইকোর্ট বা আপীল বিভাগের সকল মামলার কার্যতালিকা দেখার জন্য আপনি অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। অ্যাপ এর জন্য গুগল প্লেস্টোর এ”supreme court cause list” অথবা supreme court of Bangladesh” লিখে সার্চ করুন এবং ইনিস্টল করুন। অথবা গুগলে “মামলার কার্যতালিকা” লিখে সার্চ করুন। এরপর দেখতে পাবেন “মামলার কার্যতালিকা – Home -supreme court of Bangladesh” ওয়েবসাইট টি তে প্রবেশ করুন।
এরপর ডান পাশে সাইট বারে আপীল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ লিখা আছে। আপনি যদি আপীল বিভাগ এর মামলায় কার্যতালিকা দেখতে চান তাহলে আপীল বিভাগের নিচে “মামলার কার্যতালিকা” লিখাতে করুন। এরপর সেই তারিখের কার্যতালিকা দেখবেন ঐ তারিখ লিখুন। এরপর “show” লিখাতে ক্লিক করুন। এরপর “Court Number” সিলেক্ট করুন বা ক্লিক করুন। এরপর আপনি ঐ কোর্টের সকল মামলার তথ্য দেখতে পাবেন। যেমন- মামলার বাদী বনাম বিবাদী/আসামি। এছাড়াও নিযুক্ত আইনজীবীদের নাম,মামলা ধার্য্য তারিখ ও মামলার আদেশ/রেজাল্ট দেখতে পারেন।
হাইকোর্ট বিভাগ মামলার রায় ও আদেশ দেখার নিয়মঃ-
আপীল বিভাগ মামলার রায় ও আদেশ দেখার নিয়মঃ-
হাইকোর্ট বা আপীল বিভাগের মামলার রায় ও আদেশ দেখার জন্য আপনি অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। অ্যাপ এর জন্য গুগল প্লেস্টোর এ”supreme court cause list” অথবা supreme court of Bangladesh” লিখে সার্চ করুন এবং ইনিস্টল করুন। অথবা গুগলে “মামলার কার্যতালিকা” লিখে সার্চ করুন। এরপর দেখতে পাবেন “মামলার কার্যতালিকা – Home -supreme court of Bangladesh” ওয়েবসাইট টি তে প্রবেশ করুন।
এরপর ডান পাশে সাইট বারে আপীল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ লিখা আছে। আপনি যদি আপীল বিভাগ এর মামলায় “রায় ও আদেশ” দেখতে চান তাহলে আপীল বিভাগের নিচে “রায় ও আদেশ” লিখাতে করুন। এরপর “Case Type” সিলেক্ট করুন। এরপর “Case Number” লিখুন। এরপর “Year” লিখুন করুন। এরপর “Parties” লিখুন। এরপর “Short Description” লিখুন এবং সার্চ এ ক্লিক করুন। এরপর বিস্তারিত দেখতে পাবেন।
এছাড়াও ডান পাশে সাইট বারে লক্ষ্য করে আরও বিস্তারিত জানতে পারবেন। (সংক্ষিপ্ত বিবরণী)