পাসপোর্ট করতে কত টাকা লাগে এবং কি কি লাগে

হয়তো আপনি জানেন না পাসপোর্ট করতে কত টাকা লাগে। আমাদের পাসপোর্ট আবেদন এবং ব্যাংক ড্রাফট টি সম্পুর্ন কারার পর আপনার নিকটস্থ আঞ্চলিক পাসপোর্ট অফিসে গিয়ে ফিঙ্গার এবং ছবি তুলে দিয়ে আসতে হবে। এখনও অনেকেই জানে না যে,এই প্রক্রিয়া টি কিভাবে সম্পুর্ন করতে হয়। এজন্য আজকে আমরা জানবো যে, পাসপোর্ট অফিসে কখন যেতে হবে এবং কি কি কাগজ পত্র নিয়ে যেতে হবে। এবং পাসপোর্ট অফিসে যাওয়ার পরে কি কি জিজ্ঞাসা করতে পারে বা কোনো কাজ ভুল হলে কি করতে হবে। এবং কিভাবে ফিঙ্গার এবং ছবি তুলে প্রক্রিয়া টি সম্পুর্ন করতে হয় সেই সম্পর্কে জানবো।

আরও জানবো যে, পাসপোর্ট এর আবেদনের কত দিন পর পাসপোর্ট পাওয়া যাবে এবং পাসপোর্ট করতে কত টাকা খরচ হবে। 

পাসপোর্ট অফিসে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে 

প্রথমে পাসপোর্টের আবেদনের কপি নিয়ে যেতে হবে। এবং ব্যাংক ড্রাফট এর কপি টি ও নিয়ে যেতে হবে। আপনার জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন/সনদ এবং নাগরিকত্ব সনদ পত্র নিয়ে যেতে হবে। আর একটি বিষয় গুরুত্বপূর্ণ যে, আপনি যে পেশা সিলেক্ট করেছেন, সেটির সার্টিফিকেট নিয়ে যেতে হবে। যদি আপনি পেশা ছাত্র উল্লেখ করে থাকেন তাহলে স্কুল/কলেজ বা সমমানের সার্টিফিকেট নিয়ে যেতে হবে। আর আপনি যদি ব্যবসা সিলেক্ট করে থাকেন। তাহলে ট্রেড লাইসেন্স এর কপি নিতে যেতে হবে। আর আপনি যদি অন্য কোনো চাকরি সিলেক্ট করে থাকেন তাহলে সেই চাকরির সার্টিফিকেট নিয়ে যেতে হবে। আশা করি এই সব কাগজপত্র নিয়ে গেলে পাসপোর্ট অফিসে জমা দিতে পারবেন। 

এটি পড়ুনঃ   সরকারি খরচে আইনী সহায়তা কারা পাবে

পাসপোর্ট অফিসে কাগজপত্র কিভাবে জমা দিবো

প্রথমে পাসপোর্ট অফিসে আপনাকে একটি দীর্ঘ লাইনে দাড়াতে হবে এবং আপনার সিরিয়াল আসলে আপনার কাগজপত্র গুলো জমা দিতে হবে। জমা দেওয়া সময় আপনার জাতীয় পরিচয় পত্র টির সাথে আপনার কাগজপত্র গুলো আবারও মিলিয়ে দেখা হবে। এবং আপনি সকল সার্টিফিকেট গুলো মিলিয়ে দেখবেন। এরপর কতৃপক্ষ কোনো ভূল খুজে পায়। তাহলে আবেদন টি বাতিল করবেন এবং আপনাকে পুনরায় আবেদন করার জন্য বলবেন। এরপর যদি আপনার কাগজপত্র গুলো ঠিক থাকে তাহলে সিল স্বাক্ষর সহ পরবর্তী ধাপে প্রেরণ করার হবে। 

সেখানে আপনাকে আবারও একটি দীর্ঘ লাইনে দাড়াতে হবে এবং আপনার সম্পুর্ন তথ্য কম্পিউটারের মাধ্যমে যাচাই করা হবে। এবং সেখানে আপনার সব কিছু ঠিক থাকে তাহলে আপনাকে ফিঙ্গার এবং ছবি তুলার জন্য পাঠিয়ে দেওয়া হবে। এবং সেখানে যাওয়ার পর কিছু জিজ্ঞাসাবাদ করা হবে। যেম,আপনার নাম,আপনার বাবার নাম,আপনার বর্তমান ঠিকানা, আপনার পেশা, ইত্যাদি ইত্যাদি। এরপর আপনার ফিঙ্গার এবং ছবি তুলার কাজ সম্পুর্ন করে স্বাক্ষর করে কাজ সম্পুর্ন করতে পারবেন। এরপর আপনাকে পুলিশ ভেরিফিকেশন সম্পুর্ন করতে হবে। 

পাসপোর্ট ফি কিসের মাধ্যমে পেমেন্ট করতে হয়

বাংলাদেশ ই পাসপোর্ট ফি পেমেন্ট অনলাইনে ভিসা,ইবিএল, সিটি ব্যাংক, মাস্টার-কার্ড, আমেরিকান এক্সপ্রেস, বিকাশ, নগদ, রকেট,উপায় ,এবি ব্যাংক, ডাচ্ বাংলা ব্যাংক , মিডল্যান্ড ব্যাংক, Dmoney, ওকে ওয়ালেট, ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, ইউসিবি, এমবিএল রেইনবো পেমেন্ট মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। 

পাসপোর্ট করতে কত টাকা লাগে এবং কত দিন সময় লাগে 

  • ✔রেগুলার ডেলিভারি ১৫ থেকে ২১ দিনের মধ্যে 
  • ✔এক্সপ্রেস ডেলিভারি ৭ থেকে ১০ দিনের মধ্যে  
  • ✔সুপার এক্সপ্রেস ডেলিভারি ২ দিনের মধ্যে 

বাংলাদেশের ই পাসপোর্ট ফি ১৫ % ভ্যাট সহ ৪৮ পৃষ্ঠা এবং ৫ বছরের বৈধতা সহ রেগুলার ডেলিভারি নিতে চান অর্থাৎ ২১ দিনের মধ্যে তাহলে ৳ ৪,০২৫ টাকা খরচ হবে। এছাড়াও আপনি যদি এক্সপ্রেস ডেলিভারি নিতে চান অর্থাৎ ৭ থেকে ১০ দিনের মধ্যে তাহলে ৳৬,৩২৫ টাকা খরচ করতে হবে। এছাড়াও সুপার এক্সপ্রেস ডেলিভারি নিতে চান অর্থাৎ ২ থেকে ৩ দিনের মধ্যে নিতে চান তাহলে ৳ ৮,৬২৫ টাকা খরচ করতে হবে।  

এটি পড়ুনঃ   বাংলাদেশের সকল মামলার তথ্য দেখুন

বাংলাদেশের ই পাসপোর্ট ফি ১৫ % ভ্যাট সহ একই ভাবে ৪৮ পৃষ্ঠা এবং ১০ বছরের বৈধতা সহ রেগুলার ডেলিভারি নিতে চান তাহলে ৳ ৫,৭৫০ টাকা খরচ করতে হবে। একই ভাবে এক্সপ্রেস ডেলিভারি নিতে চাইলে ৳ ৮,০৫০ টাকা খরচ করতে হবে। ঠিক একই ভাবে সুপার এক্সপ্রেস ডেলিভারি নিতে চাইলে ৳ ১০,৩৫০ টাকা খরচ করতে হবে।  

একই ভাবে বাংলাদেশের ই পাসপোর্ট ফি ১৫ % ভ্যাট সহ ৬৪ পৃষ্ঠা এবং ৫ বছরের বৈধতা সহ রেগুলার ডেলিভারি নিতে ৳ ৬,৩২৫ টাকা খরচ করতে হবে। একই ভাবে এক্সপ্রেস ডেলিভারি নিতে ৳ ৮,৬২৫ টাকা খরচ করতে হবে। ঠিক একই ভাবে সুপার এক্সপ্রেস ডেলিভারি নিতে ৳ ১২,০৭৫ টাকা খরচ করতে হবে। 

একই ভাবে বাংলাদেশের ই পাসপোর্ট ফি ১৫ % ভ্যাট সহ ৬৪ পৃষ্ঠা এবং ১০ বছরের বৈধতা সহ রেগুলার ডেলিভারি নিতে ৳ ৮,০৫০ টাকা খরচ করতে হবে। একই ভাবে এক্সপ্রেস ডেলিভারি নিতে ৳ ১০,৩৫০ টাকা খরচ করতে হবে। ঠিক একই ভাবে সুপার এক্সপ্রেস ডেলিভারি নিতে ৳ ১৩,৮০০ টাকা খরচ করতে হবে।  

বাংলাদেশ মিশন সাধারণ আবেদনকারীর জন্য পাসপোর্ট করতে কত টাকা লাগে

বাংলাদেশ মিশনের জন্য সাধারণ আবেদনকারীর জন্য ৪৮ পৃষ্ঠা এবং ৫ বছরের বৈধতা সহ রেগুলার ডেলিভারির জন্যে $ ১০০ মার্কিন ডলার খরচ করতে হবে। একই ভাবে এক্সপ্রেস ডেলিভারির জন্যে $ ১৫০ মার্কিন ডলার খরচ করতে হবে। 

একই ভাবে বাংলাদেশ মিশনের জন্য সাধারণ আবেদনকারীর জন্য ৪৮ পৃষ্ঠা এবং ১০ বছরের বৈধতা রেগুলার ডেলিভারির জন্যে $ ১২৫ মার্কিন ডলার খরচ করতে হবে। একই ভাবে এক্সপ্রেস ডেলিভারির জন্যে $ ১৭৫ মার্কিন ডলার খরচ করতে হবে। 

একই ভাবে বাংলাদেশ মিশনের জন্য সাধারণ আবেদনকারীর জন্য ৬৪ পৃষ্ঠা এবং ৫ বছরের বৈধতা সহ রেগুলার ডেলিভারির জন্যে $ ১৫০ মার্কিন ডলার খরচ করতে হবে। একই ভাবে এক্সপ্রেস ডেলিভারির জন্যে $ ২০০ মার্কিন ডলার খরচ করতে হবে। 

এটি পড়ুনঃ   চিঠি পাঠানোর নিয়ম : কি ভাবে পোস্ট অফিসের মাধ্যমে চিঠি পাঠাবেন

একই ভাবে বাংলাদেশ মিশনের জন্য সাধারণ আবেদনকারীর জন্য ৬৪ পৃষ্ঠা এবং ১০ বছরের বৈধতা সহ রেগুলার ডেলিভারির জন্যে $ ১৭৫ মার্কিন ডলার খরচ করতে হবে। একই ভাবে এক্সপ্রেস ডেলিভারির জন্যে $ ২২৫ মার্কিন ডলার খরচ করতে হবে। 

বাংলাদেশ মিশনের শ্রমিক ও শিক্ষার্থীদের জন্য পাসপোর্ট করতে কত টাকা লাগে

বাংলাদেশ মিশনের শ্রমিক ও শিক্ষার্থীদের জন্য ৪৮ পৃষ্ঠা এবং ৫ বছরের বৈধতা সহ রেগুলার ডেলিভারির জন্যে $ ৩০ মার্কিন ডলার খরচ করতে হবে। একই ভাবে এক্সপ্রেস ডেলিভারির জন্যে $ ৪৫ মার্কিন ডলার খরচ করতে হবে। 

একই ভাবে বাংলাদেশ মিশনের শ্রমিক ও শিক্ষার্থীদের জন্য ৪৮ পৃষ্ঠা এবং ১০ বছরের বৈধতা সহ রেগুলার ডেলিভারির জন্যে $ ৫০ মার্কিন ডলার খরচ করতে হবে। একই ভাবে এক্সপ্রেস ডেলিভারির জন্যে $ ৭৫ মার্কিন ডলার খরচ করতে হবে। 

একই ভাবে বাংলাদেশ মিশনের শ্রমিক ও শিক্ষার্থীদের জন্য ৬৪ পৃষ্ঠা এবং ৫ বছরের বৈধতা সহ রেগুলার ডেলিভারির জন্যে $ ১৫০ মার্কিন ডলার খরচ করতে হবে। একই ভাবে এক্সপ্রেস ডেলিভারির জন্যে ৳ ২০০ মার্কিন ডলার খরচ করতে হবে।  

একই ভাবে বাংলাদেশ মিশনের শ্রমিক ও শিক্ষার্থীদের জন্য ৬৪ পৃষ্ঠা এবং ১০ বছরের বৈধতা সহ রেগুলার ডেলিভারির জন্যে $ ১৭৫ মার্কিন ডলার খরচ করতে হবে। একই ভাবে এক্সপ্রেস ডেলিভারির জন্যে $ ২২৫ মার্কিন ডলার খরচ করতে হবে। 

আরও এসকল তথ্য পড়তে আমাদের মূলপাতা ভিজিট করে পড়ে নিন। অনেক তথ্য জানতে পারবেন আমাদের আজকের ডায়েরি থেকে।

WhatsApp Group Join Now
Avatar of Joe Smith
Joe Smith

Hi, I am Joe Smith. I love to share my thoughts on my website, loves to write on various topics according to the trends.

Leave a Comment

Home
Join
Facebook
Search
হারানো Gp সিম বন্ধ করার উপায়, সহজ পদ্ধতি জেনে নিন মিথ্যা সাক্ষ্য দেয়া এবং দিলে করণীয় কী? জানুন স্টোরি থেকে