সফলতা একটি আপেক্ষিক তথ্যের মতো, একজন পুরুষ কে তার ছেলে মেয়ে কে মানুষ করে সফলতা। একজন ডাকাত, ব্যাংক ডাকাতি করে সেও জীবনে সফল, একজন দূর্ণীতিবাজ ও সফল। তবে তারা কেউই জীবনে সুখী নয়। তারা কেঊই স্বার্থক নয়। একজন দিন মজুর, যার দৈনিক ইনকাম হচ্ছে ৫০০ টাকা। সে কিন্তু ঐ টাকা নিয়ে সফল। সফলতা কে আপনি কি ভাবে দেখবেন। সেটা হলো বড় কথা। টাকা ইনকাম করে সফল হবেন না কি নীতিবান হয়ে সফল হবেন।
বৃদ্ধ পিতা মাতার নিকট তাদের সন্তান ভালো আছে বা ভালো একটা অবস্থানে আছে। এটাই সফলতা একটি বয়স্ক মানুষের কাছে। সারাদিন পরিশ্রম করে পাওয়া অর্থ দিয়ে সন্তানদের মুখে দুমুঠো খাবার তোলে দেওয়া টা ও কারোর নিকট সফলতা। একজন বাবার জন্য তার সন্তানের মুখে খাবার তোলে দেওয়া একটা বড় চ্যালেঞ্জ! পরিশ্রম করে দীর্ঘদিন প্রচেষ্টার ফলে প্রাপ্ত কাংখিত ফল লাভ করা টাও কারো নিকট সফলতা। আসলে জীবনে সফলতা কোনো বিষয় নয়।বিষয় হলো স্বার্থকতা। জীবনে কতটুকু স্বার্থক হয়েছেন তাই হচ্ছে বিষয়।
তাই জীবনে সফল না হয়ে সার্থক হউন। এমন লক্ষ্য স্থির করুন যা আপনাকে রোজ সকানে বিছানা থেকে ওঠতে বাধ্য করবে। অকারণে আপনার হৃদয় কে ভারী রাখবেন না। জীবন হচ্ছে একটি সুন্দর যুদ্ধ ক্ষেত্র। এটি আপনাকে চালিয়ে যেতেই হবে। পৃথীবিতে আনন্দের অনুভূতি টি আপনি তখনই বুঝতে পারবেন।যখন আপনি একটি লক্ষ্য ঠিক রেখেছিলেন। যে টি লক্ষ্য দিয়ে পূরণ করতে পেরেছেন। অভিজ্ঞতা এটা কেউ কাঊকে শিখাতে পারে না। আপনাকে পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী মানুষ পরামর্শ দিতে পারে। কিন্তু নিজে যতক্ষন অভিজ্ঞতা অর্জন করবেন ততক্ষন বিষয় টি উপলব্ধি করতে পারবেন না। মনে রাখবেন, দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে! অভিজ্ঞতা আসে ব্যার্থতা থেকেই!
তাই ব্যার্থতা খারাপ কিছু নয়। আপনি আপনার ব্যার্থতা দেখে ভেঙ্গে পড়বেন না। বরং এটি সাফল্যের প্রতিদান! আসলে ব্যার্থতার মানে হচ্ছে, ব্যার্থতা কেন হয়েছে, কার কারণে হয়েছে, এগুলো কেউ জানতে চাইলো,আপনার ব্যার্থতা আপনাকে একাকি সইতে হবে।কেউ আপনার পাশে এসে দাড়াবে না। কখনো অযুহাত দিবেন না।
কখন কাঊকে সুযোগ দিবেন না,আপনার জীবন টা কে নিয়ন্ত্রণ করার। কারন জিতত্বে আপনাকে হবেই।মনে রাখবেন, জীবন সহজ নয়। সহজ করতেই হবে, নতুন কোনো উপায়ে। জীবনে যদি শান্তি চাও তাহলে মানুষের কথাকে মেনে নেওয়া কে বন্ধ করুন।
জীবনে সফল হতে করণীয় কি?
আপনি যদি সত্যিই জীবনে সফল হতে চান তাহলে ৪টি ভয় হতে দূরে থাকুন।
১। সমালোচনার ভয়
২। কাঊকে হারানোর ভয়
৩। আমি বুড়ো হয়ে গেছি এখন কি করবো এই ভয়
৪। মরার ভয়
আপনি হয়তো বলে, যখন সেই বিশেষ সময় টি আসবে, তখন আমি এই কাজ টি করবো। তাহলে আমি বলবো যে, আপনি কখনো কোনো বিশেষ সময়ের জন্য অপেক্ষা করবেন না। আপনি যে সময় টি তে আছেন, সেটিই আপনার জন্য বিশেষ সময়। আসলে কিছু শুরু করার জন্য দুর্দান্ত হতে হবে না। তবে আপনাকে দুর্দান্ত কিছু করতে দুর্দান্তই হতে হবে।আপনি যদি সব সময় যা করেন, সব সময় তাই করতে থাকেন। তাহলে আপনি যা পেয়েছেন তাই পাবেন। নতুন কিছুই পাবেন না। মনে রাখবেন আপনি কতটা দূঃখী, আপনি কতটা ভেঙে পড়েছেন। তাতে কারোর কিছু যায় আসবে না।
তবে আপনার কাজ একটি হওয়া উচিত। আপনি কোনো পরিস্থিতিতেই কাজ কিরা ছেড়ে দিবেন না। জীবন একটি দূচাকার চক্রের মতো। যখন আপনি চলতে থাকবেন, তখন আপনি ভারসাম্য বজায় রাখবেন। আর জ্ঞানী লোকেরা পরাজয়ের পর কখনো বসে থাকে না। খুশির সাথে চেষ্টা করে ক্ষতি টা পুশিয়ে নেওয়ার জন্য।
যা নিশ্চিত হয়ে কাপুরুষের সাথে লড়াই করতে পারে। সাহসী তাড়াই যারা পরাজয় নিশ্চিত হয়ে গেলেও মাঠ ছাড়ে না। আপনি যদি জীবনে শান্তি চান, তাহলে কারোর বিরুদ্ধে অভিযোগ করার চেয়ে নিজেকে পরিবর্তন করুন।