Sonali Bank Limited: সোনালী ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য এখন আর ব্যাংকে যেতে হবে না। আপনি চাইলে ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে নিজেই ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনি সোনালী ই সেবা অ্যাপ টি আপনার ফোনে বা আইফোনে ইনিস্টল করে নিজেই সোনালী ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন।
প্রথমে সোনালী ই সেবা অ্যাপ টি আপনার মোবাইল ফোনে বা আইফোনে ইনিস্টল করুন। এরপর অ্যাপ টি ওপেন করুন। এরপর “ওপেন ব্যাংক অ্যাকাউন্ট” নামে একটি অপশন আছে। আপনি সেখানে ক্লিক করুন। এরপর আপনি দেখতে পাবেন, তিন টি ক্যাটাগরির ব্যাংক অ্যাকাউন্ট খোলার অপশন।
নিচের যে অংশ থেকে পড়তে চান, ক্লিক করুন:
সোনালী ব্যাংক অ্যাকাউন্টের ধরন (Sonali Bank Limited)
- ১। সেভিংস অ্যাকাউন্ট
- ২। প্রবাসী অ্যাকাউন্ট
- ৩। স্টুডেন্ট অ্যাকাউন্ট
যারা প্রবাসে থাকেন, তারা কিন্তু চাইলে এখানে পাসপোর্ট এর মাধ্যমে কুইক ফর্ম পূরণ করে, ব্যাসিক ইনফরমেশন দিয়েই কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবেন। এবং সেই অ্যাকাউন্টে টাকা ও লেনদেন করতে পারবেন।
আজকে আমরা জানবো যে, এই সোনালী ই সেবা অ্যাপ টি ব্যবহার করে, ঘরে বসে কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে ব্যবহার করবেন।
মোবাইল দিয়ে সোনালী ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়ম
প্রথমে আপনি অ্যাপ স্টোর বা প্লেস্টোর থেকে আপনার অ্যান্ড্রয়েড ফোনের বা আইফোনে Sonali esheba লিখে সার্চ করুন। এবং সোনালী ব্যাংকের ই সেবা অ্যাপ টি ইনিস্টল করুন। এরপর অ্যাপ টি ওপেন করুন। এরপর “ওপেন ব্যাংক অ্যাকাউন্ট” নামে একটি অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন। এরপর আপনার দেখতে পাবেন।
- 🟢 সেভিংস অ্যাকাউন্ট
- 🟢 প্রবাসী অ্যাকাউন্ট
- 🟢 স্টুডেন্ট অ্যাকাউন্ট
- 🟢ডাউনলোড অ্যাকাউন্ট ইনফরমেশন পিডিএফ
অপশন গুলো দেখতে পাবেন। এখানে তিন টি ক্যাটাগরির মধ্যে আপনি কোন ক্যাটাগরির ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, সেটা ক্লিক করুন। আপনি যদি সাধারণ পাবলিক হয়ে থাকেন বা সেভিংস অ্যাকাউন্ট খুলতে চান। তাহলে সেভিংস অ্যাকাউন্ট এ ক্লিক করুন। এখানে আপনি দুই টি অপশন দেখতে পাবেন।
➤ Vata Vogi And Others
যেমন, যারা মুক্তিযোদ্ধা ভাতা পান, বা অন্য কোনো সরকারি ভাতা পান। তারা এই অ্যাকাউন্ট টা খুলবেন।
➤ General Savings Account
যারা সাধারণ পাবলিক অর্থাৎ কোনো ভাতা পান না। জেনারেল সেভিংস অ্যাকাউন্ট খুলবেন।
আপনার পছন্দের অপশন টি তে ক্লিক করুন।
এরপর আপনি দেশের বাহিরে থাকলে প্রবাসী অ্যাকাউন্ট খুলতে পারবেন। এখানে চাইলে আপনি পাসপোর্টের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবেন বা আপনার জাতীয় পরিচয় পত্র দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন।
এছাড়াও রয়েছে স্টুডেন্ট অ্যাকাউন্ট। এখানে আপনি চাইলে স্টুডেন্ট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনি যদি ১৮ বছর থেকে ২৩ বছরের মধ্যে হয়ে থাকেন। তাহলে age 18 to 23 years অপশনে ক্লিক করুন। আর আপনার বয়স যদি ১৮ বছরের কম হয়ে থাকে, তাহলে Below 18 years অপশনে ক্লিক করে, আপনার জন্ম নিবন্ধন সনদ দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন।
এখন সেভিংস অ্যাকাউন্ট খোলার নিয়ম সম্পর্কে ধারণা দিবো। কিন্তু অন্যান্য অ্যাকাউন্ট খোলার নিয়ম গুলো একই।
সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্য “সেভিংস অ্যাকাউন্ট” অপশনে ক্লিক করুন। এরপর সাধারণ পাবলিক হিসেবে “জেনেরাল সেভিংস অ্যাকাউন্ট” অপশনে ক্লিক করুন। এরপর একটি বিশেষ নির্দেশনা নোটিশ দেখানো হবে। সেটি ভালো করে পড়ে নিন। সোনালী ব্যাংকে একটি অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আর অ্যাকাউন্ট খুলতে পারবেন না। এখানে আপনি চাইলে ইউজার ম্যানুয়াল এ ক্লিক করে বিস্তারিত পড়তে পারেন। নির্দেশনা পড়া শেষ হলে ওকে অপশনে ক্লিক করুন। এরপর আপনার একটি মোবাইল নাম্বার দিতে হবে। এরপর Next অপশনে ক্লিক করুন।
এরপর আপনি যে মোবাইল নাম্বার টি দিয়ে ছিলেন ঐ নাম্বারে ওটিপি কোড মেসেজের মাধ্যমে আসবে। সেই কোড গুলো লিখে Next অপশন এ ক্লিক করুন। এরপর আপনার জাতীয় পরিচয় পত্রের সামনে ছবি এবং পেছনের ছবি আপলোড করতে হবে। আপলোড শেষ হলে Next অপশন এ ক্লিক করুন। এরপর আপনার মোবাইলের সামনের ক্যামেরা চালু হবে। এখানে আপনার একটি ছবি তুলে নিবেন এবং Next অপশন এ ক্লিক করুন। এরপর একটি ফর্ম দেখতে পাবেন। সেখানে আপনার জাতীয় পরিচয় পত্র অনুযায়ী সকল তথ্য দেখতে পাবেন। সেখানে যে তথ্য গুলো ফাঁকা আছে, সেগুলো সঠিক তথ্য দিয়ে পূরণ করুন। সকল তথ্য দিয়ে Next অপশন এ ক্লিক করুন। এরপর প্রথমে ব্যাংকের ব্রাঞ্চ সিলেক্ট করুন।
এখানে আপনার ঠিকানা অনুযায়ী নিকটস্থ এলাকার সোনালী ব্যাংকের নাম গুলো দেখতে পাবেন। এরপর অ্যাকাউন্ট টাইপ অপশন এ ক্লিক করে, একটি অ্যাকাউন্ট এর ধরন সিলেক্ট করুন। এরপর আপনার পেশা সহ অন্যান্য তথ্য দিবেন। এরপর একজন নমিনির নাম ঠিকানা এবং জাতীয় পরিচয় পত্র নাম্বার দিবেন। এরপর আপনি যদি মনে করেন যে, আপনার সকল তথ্য সঠিক আছে। তাহলে create account অপশন এ ক্লিক করুন। এরপর আপনার মোবাইল নাম্বারে আপনার ব্যাংক অ্যাকাউন্টে নাম, নাম্বার পেয়ে যাবেন।
সোনালী ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন ডাউনলোড
সোনালী ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন ডাউনলোড করার জন্য সোনালী ব্যাংকের Sonali eSheba অ্যাপ টি ওপেন করুন এবং Open Bank a/c অপশন এ ক্লিক করুন। এরপর ডাউনলোড অ্যাকাউন্ট ইনফরমেশন পিডিএফ অপশন এ ক্লিক করুন। এরপর আপনি মেসেজে যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার টি পেয়েছে, সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার টি লিখুন এবং নিচের অপশনে যেই মোবাইল নাম্বার টি দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন সেই মোবাইল নাম্বার টি লিখুন। এরপর সাবমিট অপশন এ ক্লিক করুন। এরপর অটোমেটিক একটি পিডিএফ ফাইল ডাউনলোড হবে।
অনলাইনে অ্যাকাউন্ট খোলার পর নির্দেশনা
আপনার অ্যাকাউন্ট সচল রাখতে এবং লেনদেন নিশ্চিত করতে অ্যাকাউন্ট খোলার সময় যে ব্রাঞ্চ সিলেক্ট করেছেন, সেই ব্রাঞ্চে দিয়ে আগামী তিন মাসের মধ্যে আপনার স্বাক্ষরিত ফর্ম পূরণের মাধ্যমে সম্পুর্ন করতে হয়। এবং আপনার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি,আপনার জাতীয় পরিচয় পত্র এবং সার্টিফিকেটের ফটোকপি, বিদ্যুৎ বিলের কপি, নাগরিকত্ব সনদ, নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি জমা দিতে হবে। যদি আপনি তিন মাসের মধ্যে এই প্রয়োজনীয় কাগজপত্র না দিয়ে আসেন তাহলে আপনার অ্যাকাউন্ট টি বন্ধ হয়ে যাবে।
সোনালী ব্যাংক অ্যাকাউন্ট খোলার শর্টকাট পদ্ধতি
ইনিস্টল sonali esheba অ্যাপ> ওপেন অ্যাপ> ওপেন ব্যাংক অ্যাকাউন্ট> অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করুন > vata vogi and others/general savings account > আপনার বয়সের ধরন সিলেক্ট করুন > age 18 to 23 years/Below 18 years > অ্যাকাউন্টের ধরন সিলেক্ট করুন >সেভিংস অ্যাকাউন্ট/প্রবাসী অ্যাকাউন্ট/স্টুডেন্ট অ্যাকাউন্ট > নির্দেশনা >ম্যানুয়াল ইউজার/ওকে> মোবাইল নাম্বার > Next> OTP কোড> Next> জাতীয় পরিচয় পত্র আপলোড > Next > তথ্য ম্যানুয়াল সাবমিট > Next> ব্রাঞ্চ সিলেক্ট > নমিনির তথ্য > create account > ব্রাঞ্চে দিয়ে কাগজপত্র জমা দিন