জীবনধারা

স্কুলে কেন শিখানো হয় না টাকা কিভাবে উপার্জন করতে হয়

স্কুলে কেন শিখানো হয় না টাকা কিভাবে উপার্জন করতে হয়

আমরা টাকা খরচ করে লেখা পড়া করি। আর লেখা পড়া শেষ করে, চাকরি করি সেই টাকা উপার্জন করার জন্য! কিন্তু মনে প্রশ্ন থাকতেই পারে যে, আমরা টাকা খরচ করে লেখা পড়া করি, কিন্তু সেই টাকা কিভাবে উপার্জন করতে হয়, সেটা আমাদের শিখানো হয় না। স্কুল জীবন টা হলো শিক্ষার জন্য, যেখানে শিক্ষা নেওয়ার জন্য যাওয়া হয়। আর সেটা জ্ঞানের শিক্ষা। 

শিক্ষা আগে না কি টাকা উপার্জন আগে?

একজন শিক্ষার্থী কে প্রতিষ্ঠিত হতে হলে তার শিক্ষা আগে প্রয়োজন না কি টাকা আগে প্রয়োজন? এটা আমাদের জানা দরকার। তবে শিক্ষা গ্রহণ করতে অবশ্যই টাকা খরচ করতে হবে। আবার শিক্ষা জীবন শেষ করেই চাকরি করে আবার টাকা উপার্জন করতে হবে। সাধারণত টাকা উপার্জন করতে হলে শিক্ষা থাকা টা জরুরি! শিক্ষা ছাড়া একজন ব্যাক্তি স্বাধীন ভাবে চলতে পারে না । যেকোনো প্রয়োজনে শিক্ষিত ব্যাক্তির কাছে যেতে হয়। যদি তার শিক্ষা থাকতো তবে তাকে অন্যের উপর নির্ভরশীল হতে হতো না। অল্প উপার্জনে একজন সুখী মানুষ হতে পারবে। 

কিভাবে টাকা উপার্জন করতে হয় তা স্কুলে কেন শিখানো হয় না। 

যদি আপনাকে টাকা উপার্জন করার মূল মন্ত্র স্কুলে শিখানো হয় তবে কোনো শিক্ষার্থী লেখাপড়া করতেন না। সকল শিক্ষার্থী টাকার নেশায় অন্ধ হয়ে যাবে। তখন আর আর কোনো শিক্ষকের মূল্য থাকবে না। ছোট বড় কেউ কাউকে সম্মান করবে না। স্কুলে নিয়মিত ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীরা যতটা জ্ঞান অর্জন করে থাকে তাতে শিক্ষার্থীদের মস্তিষ্ক কঠোর হয়। এতে ভালো মন্দ মূল্যায়ন দিতে শিখে। যদি টাকা উপার্জনের কৌশল শিখানো হতো তবে শিক্ষার্থীদের ভালো মন্দ বিচার করার কার্যক্ষমতা থাকবে। তখন সব কিছু টাকা দিয়ে বিচার করবে। 

বিশেষজ্ঞদের মতামতঃ- 

আমরা পর্যালোচনা করে দেখিলাম, একজন ব্যাক্তি ২০ থেকে ২৫ বছর পর্যন্ত উপার্জন করতে সক্ষম হয় না বা উপার্জনের চাপ সহ্য করতে পারে না। এজন্য এই বয়স কাল তাদের লেখাপড়ার মধ্যে শিক্ষা, জ্ঞান অর্জন করা খুব গুরুত্বপূর্ণ। 

Joe Smith

Hi, I am Joe Smith. I love to share my thoughts on my website, loves to write on various topics according to the trends.

Related Articles

Leave a Reply

Back to top button