বিকাশ একাউন্ট অন্য সিমে ট্রান্সফার: বর্তমান বিকাশ অ্যাপ ওপেন করলে বিকাশ নাম্বার পরিবর্তন নামে একটি অপশন দেখতে পাবেন। তাহলে কি আপনি বিকাশ নাম্বার পরিবর্তন করতে পারবেন? আজকে এই বিষয় টি নিয়ে বিস্তারিত জানবো। এই বিকাশ নাম্বার পরিবর্তন অপশন কেন দিয়েছে? এবং এই অপশনের মাধ্যমে আপনি আপনার বিকাশ নাম্বার কিভাবে পরিবর্তন করবেন?
ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে, দেশের বাহিরে থেকেও বিকাশ অ্যাকাউন্ট খোলা বা ব্যবহার করা যাচ্ছে। আপনি যদি সৌদি আরব থাকেন বা সিঙ্গাপুর থাকেন কিংবা বাংলাদেশের বাহিরে থাকেন। অর্থাৎ আপনি যেই দেশে অবস্থান করছেন, সেই দেশের নাম্বারেই এখন বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন। এবং বিকাশ অ্যাপের মাধ্যমে সেন্ড মানি করতে পারবেন এবং মোবাইল রিচার্জ করতে পারবেন এবং রেমিট্যান্স উইথড্র করতে পারবেন। যেহেতু বর্তমান সময়ে দেশের বাহিরে থেকেও বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারছে।
এজন্য বিকাশ কোম্পানি বিকাশ অ্যাপে বিকাশ নাম্বার পরিবর্তন নামে একটি অপশন দিয়েছে। যদি আপনি বাংলাদেশে থাকাকালীন একটি বিকাশ অ্যাকাউন্ট খুলে ছিলেন। এখন আপনি দেশের বাহিরে চলে গেছেন। দেশের বাহিরে যাওয়ার পর প্রয়োজন হলো বিকাশ অ্যাকাউন্ট খোলার। এখন আপনি যদি আপনার জাতীয় পরিচয় পত্র ব্যবহার করে বিকাশ অ্যাকাউন্ট খুলতে যান, তাহলে আপনি কিন্তু বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন না। যার কারণে বিকাশ কোম্পানি এই বিকাশ নাম্বার পরিবর্তন নামে অপশন টি দিয়েছে। আপনার বাংলাদেশের ব্যবহৃত যে বিকাশ অ্যাকাউন্ট টি ছিলো সেই নাম্বার টি পরিবর্তন করে, দেশের বাহিরে যে নাম্বার টি ব্যবহার করছেন। সেই নাম্বারে আপনার বিকাশ অ্যাকাউন্ট টি ট্রান্সফার করে, বাংলাদেশ বিকাশ অ্যাকাউন্ট থেকে রেমিট্যান্স অ্যাকাউন্টে পরিবর্তন করতে পারবেন।
সেই সাথে আপনি যদি বাংলাদেশের বাহিরে থাকা সময়ে ঐ দেশের কোনো নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খুলেন তাহলে বাংলাদেশে এসে আর বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন না। কারণ আপনি আপনার জাতীয় পরিচয় পত্র ব্যবহার করে ফেলেছেন। সেই কারণে আপনি বাংলাদেশের বাহিরে থাকা সময়ে ঐ দেশের যে নাম্বার টি দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলেছেন, আপনি বাংলাদেশে আসার পর সেই নাম্বার টি পরিবর্তন করে বাংলাদেশের যেই নাম্বারে এখনও বিকাশ অ্যাকাউন্ট খোলা হয় নি, সেই সিম নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট টি ট্রান্সফার করতে পারবেন।
বিকাশ একাউন্ট অন্য সিমে ট্রান্সফার
প্রথমে গুগল প্লেস্টোর থেকে বিকাশ অ্যাপ টি ইনিস্টল করুন। এরপর বিকাশ অ্যাপ টি ওপেন করুন। এরপর বিকাশ নাম্বার পরিবর্তন নামে অপশন টি তে ক্লিক করুন। এরপর কিছু শর্তাবলী আছে, গুলো পড়ে নিন এবং এগিয়ে যান অপশনে ক্লিক করুন। এরপর “দেশের কোড” সিলেক্ট করুন। অর্থাৎ যেই দেশের বিকাশ অ্যাকাউন্ট ট্রান্সফার করতে চাচ্ছেন। মনে করেন যে, আপনি সিঙ্গাপুর থাকাকালীন সময়ে বিকাশ অ্যাকাউন্ট খুলেছেন, এখন বাংলাদেশে অবস্থান করছেন এবং বাংলাদেশের নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট পরিবর্তন করবেন। তাহলে সিঙ্গাপুর সিলেক্ট করুন। এরপর যেই দেশের বিকাশ নাম্বার পরিবর্তন করতে চাচ্ছেন, সেই দেশের বিকাশ নাম্বার টি লিখুন। অর্থাৎ উপরের উদাহরণ স্বরূপ সিঙ্গাপুরের নাম্বার টি লিখুন। এরপর পরবর্তী অপশনে ক্লিক করুন। এরপর আপনি যেই দেশের নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট পরিবর্তন করতে চাচ্ছেন সেই দেশের কোড সিলেক্ট করুন।
এরপর আপনি যেই নাম্বারে বর্তমান বিকাশ অ্যাকাউন্ট পরিবর্তন করতে চাচ্ছেন সেই নাম্বার টি লিখুন। তবে মনে রাখবেন – যে মোবাইল নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে, সেই মোবাইল নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট পরিবর্তন করতে পারবেন না। এরপর পরবর্তী লেখা অপশনে ক্লিক করুন। এরপর আপনি যে নাম্বার টি দিয়েছে সেই নাম্বারে ওটিপি কোড আসবে এবং অটোমেটিক সেভ নিবে।
এর জন্য যে নাম্বার টি দিয়েছেন ঐ নাম্বার টি আপনার ব্যবহৃত ফোনে এক্টিভ থাকতে হবে। অর্থাৎ আপনি যে ফোন থেকে বিকাশ নাম্বার পরিবর্তন করার জন্য কাজ করছেন, সেই ফোনে বিকাশ নাম্বার পরিবর্তন করতে চাচ্ছেন সেই সিম কার্ড এক্টিভ থাকতে হবে। এরপর নিশ্চিত করুন লেখা অপশনে ক্লিক করুন। এখানে আপনাকে আপনার দেশে আসার প্রমাণ আপলোড করতে হবে। আপনার পাসপোর্টের পাতার ভিতরে এন্ট্রি এবং এক্সজিট এর সিল দেওয়া হয়। সেই পাতার ছবি তুলে নিবেন। এরপর পরবর্তী লেখা অপশনে ক্লিক করুন।
এরপর আপনার জাতীয় পরিচয় পত্রের সামনে সাইট স্ক্যান করুন। এরপর Submit এ ক্লিক করুন। এরপর আপনার জাতীয় পরিচয় পত্রের পিছনের সাইট স্ক্যান করুন। এরপর Submit এ ক্লিক করুন। এরপর আপনার একটি সেলফি তুলে নিবেন। এরপর Submit এ ক্লিক করুন। এরপর আপনার সকল তথ্য গুলো দেখতে পাবেন এবং সেই তথ্য গুলো সঠিক আছে কি না তা দেখে নিবেন এবং প্রয়োজনীয় তথ্য গুলো দিবেন। এরপর পরবর্তী লেখা অপশনে ক্লিক করুন। এরপর নিশ্চিত করুন লেখা অপশনে ক্লিক করুন। এরপর আপনার নাম্বারে ভেরিফিকেশন পিন আসবে। সেই পিন লিখুন। এরপর নতুন পিন সেট করুন লেখা অপশনে ক্লিক করুন। এরপর নতুন পিন সেট করুন।
এরপর নিশ্চিত করুন লেখা অপশনে ক্লিক করুন। তাহলে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করা হয়ে গেছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে, বিকাশ নাম্বার পরিবর্তন এই অপশন টি কেনো দেওয়া হয়েছে বা এর কাজ কি।
বিকাশ নাম্বার পরিবর্তন করার নিয়ম শর্টকাট নিয়ম
ইনিস্টল বিকাশ অ্যাপ > ওপেন বিকাশ অ্যাপ > বিকাশ নাম্বার পরিবর্তন নামে অপশনে ক্লিক করুন > এগিয়ে যান অপশনে ক্লিক করুন > দেশের কোড সিলেক্ট করুন > বর্তমান বিকাশ নাম্বার লিখুন > পরবর্তী লেখা অপশনে ক্লিক করুন > বর্তমান দেশের কোড সিলেক্ট করুন > বর্তমান দেশের নাম্বার সিলেক্ট করুন > পরবর্তী লেখা অপশনে ক্লিক করুন > ওটিপি কোড ভেরিফাই > নিশ্চিত করুন লেখা অপশনে ক্লিক করুন > পাসপোর্টের এন্ট্রি এবং এক্সজিট পাতার ছবি আপলোড করুন > পরবর্তী লেখা অপশনে ক্লিক করুন > এরপর আপনার জাতীয় পরিচয় পত্রের সামনের সাইট স্ক্যান করুন > এরপর Submit এ ক্লিক করুন > এরপর আপনার জাতীয় পরিচয় পত্রের পিছনের সাইট স্ক্যান করুন > এরপর Submit এ ক্লিক করুন > আপনার সেলফি তুলে নিন > এরপর Submit এ ক্লিক করুন > আপনার তথ্য যাচাই করুন > পরবর্তী লেখা অপশনে ক্লিক করুন > এরপর নিশ্চিত করুন লেখা অপশনে ক্লিক করুন > ভেরিফিকেশন পিন লিখুন > নতুন পিন সেট করুন লেখা অপশনে ক্লিক করুন > এরপর নতুন পিন সেটআপ করুন > এরপর নিশ্চিত করুন লেখা অপশনে ক্লিক করুন > আপনার বিকাশ নাম্বার পরিবর্তন কাজ সম্পুর্ন হয়েছে।
এমন সহায়ক তথ্য পেতে আজকের ডায়েরির সঙ্গেই যুক্ত থাকুন।