এই পৃথিবীতে এমন একজন কে ও খুঁজে পাওয়া যাবে যে, বলবে আমার টাকার প্রয়োজন নেই। কারণ টাকাই হলো একটি পারফেক্ট জিনিস, যা আমাদের একটি স্বাভাবিক জীবন পেতে সাহায্য করে। যদিও টাকা দিয়ে কেনা জিনিস, সারা জীবন আপনাকে সুখ দিবে না। কিন্তু আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা থাকে। তাহলে আপনার জীবনের সমস্যা কে কম করা যাবে।
আর এই কারণে আজ জীবনে সফল হবার বা ধনী হবার সাত টি নিয়ম সম্পর্কে জানবো।
যা জানার পর আপনি যদি এটি কে জীবনে মেনে চলেন। তাহলে আপনার জীবন পরিবর্তন হতে বাধ্য।
নিচের যে অংশ থেকে পড়তে চান, ক্লিক করুন:
১. আরও অর্থ উপার্জনের উপর ফোকাস করুনঃ-
ধনী হবার সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মই হলো এটা। আপনার টাকা সেভ করার থেকে টাকা ইনকাম করার দিকে বেশি মনোযোগ দিতে হবে। আর এটা এমন একটি কথা, যা আমরা সবাই জানি। কিন্তু এটা কে জীবনে খুব কম লোক মেনে চলতে পারে। এই কারণে বেশির ভাগ মানুষ ধনী হবার জন্য টাকা সেভ করে। কিন্তু নিজের কাজ কে বাড়ানোর চেষ্টা করে না। তাই আপনাকে এর উল্টো টা করতে হবে। অর্থাৎ টাকা সেভ না করে, ইনকাম করার কথা ভাবতে হবে। আর এর জন্য মিউচুয়াল ফান্ড বা অন্য কোথাও টাকা ইনভেস্ট করতে পারেন। কিন্তু ধনী হবার জন্য কেবল এর উপর নির্ভর করে থাকলেই চলবে না। সাথে সাথে আপনার ইনকাম কে ও বাড়াতে হবে। যদি আপনার পছন্দের গাড়ি টি ষাট বছর বয়সে না, ছাব্বিশ বছর বয়সে চালাতে চান। তাহলে পরিশ্রম তো করতেই হবে।
২. টাকা বিপদ, টাকা পরিবর্তন করবেন নাঃ-
আপনারা কম বেশি সবাই থ্রি ইডিয়টস সিনেমার দেখেছেন। সেখানে একটি ডায়ালগ আছে। সাকসেস এর পেছনে নয়, এক্সিলেন্ট এর পিছনে দৌড়াও। তাহলে সফলতা আপনার পিছনে ছুটে আসবে। আর এর অর্থ হলো, নিজেকে এতো টা যোগ্য তৈরি করুন। আপনি টাকার পিছনে নয়। বরং টাকা আপনার পিছনে ছুটবে। আর এটা তখনই সম্ভব হবে। যখন কোনো কাজে আপনি সবার থেকে সেরা হবেন। কারণ জীবনে আপনি যেটা পাবেন না, যা আপনি চান। বরং আপনি সেটা পাবেন, যার আপনি যোগ্য।
৩.আপনি যত বেশি উপার্জন করবেন, তত বেশি আপনি শিখবেনঃ-
আজকের পৃথিবী অনেক বেশি এ্যাডভান্স। যে কারণে মানুষ কম সময়ে অনেক বেশি কিছু পেয়ে যায়। যেমন, আপনি এই বিজ্ঞাপন টি পড়ে খুব সহজেই অনেক কিছু জেনে যাচ্ছেন। আর এটি আপনার স্মার্ট বুদ্ধি কে কাজে লাগিয়ে খুব সহজেই মোবাইল বা কম্পিউটার থেকে পড়ছো। কিন্তু এতো কিছু জানতে হলে আপনাকে অবশ্যই অনেক বই পড়তে হতো। কিন্তু আপনি যেখান থেকেই জানেন না কেনো। এই সব কিছু কে আপনার জীবনে এপ্লাই করতে হবে। কারণ আপনি যত বেশি শিখবেন, তত বেশি বুঝবেন। সব কিছু কিভাবে কাজ করে। আর যত বেশি বুঝতে পারবেন। আপনি তত বেশি টাকা ইনকাম করতে পারবেন। তাই কখনো এটা ভাববেন না। টাকা ইনকাম করার জন্য কোনো কিছু শিখতে হয় না। কারন আপনি যে দিন শেখা বন্ধ করে দিবেন। সে দিন থেকে আপনি আর গ্রো করতে পারবেন না।
৪.শুরু বয়স পূর্ণ, বয়স আপনি পারেনঃ-
নিজের জীবনে সফল প্রতিটি মানুষই হতে চায়। কিন্তু এদের সব থেকে বড় সমস্যা হলো : সফল হবার জন্য কাল থেকে কাজ করবো। আর এই কাল কখনো আসে না। এটা আমরা সবাই জানি। তাই আপনি টাকা ইনকাম করতে চাইলে এখন থেকেই পরিশ্রম করা শুরু করুন। আপনি যদি আপনার আইডিয়াতে কাজ করতে চান। তাহলে সেটা কালকের জন্য ফেলে রাখবেন না। বরং আজ থেকেই কাজ করা শুরু করুন। হতে পারে, আপনি প্রথম বারে ফেল হয়ে যাবেন। দ্বিতীয় বারেও ফেল হয়ে যাবেন। কারণ ফেল হবার ও দরকার আছে। আর এই ফেল হবার পরে আপনি এটা শিখতে পারবেন। যে কি কাজ করা উচিত নয়। আর এভাবেই আপনি একদিন সফল হবেন। কোনো কিছু না শেখার থেকে ভালো হলো, কিছ না কিছু শিখতে থাকা। তাই যত দ্রুত সম্ভব আপনার আইডিয়ার উপর কাজ করা শুরু করুন।
৫. আপনার টাকার হিসাবঃ-
এই কথায় কিছু যায় আসে না। যে আপনি এখনও স্টুডেন্ট না কি চাকরি করেন। না কি বিজনেস ম্যান। একটা রুলস সব সময় আপনাকে ফলো করতে হবে। আর সেটা হলো আপনার টাকা কে ট্র্যাক করা। আপনার ব্যাজেটের হিসেব রাখা। যে আপনি কোনো জায়গায় কত টা টাকা খরচ করছেন। কত টা সেভ করছেন। কারণ যখন আপনি জীবনে বড় হবার কথা ভাবছেন। তখন আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার টাকা ফালতু কাজে নষ্ট না হয়। যেমন, বড় বড় বিজনেস ম্যান রা বলে, তাড়া তাদের কাজ কে বেটার তৈরি করার জন্য, একটি দামি ল্যাপটপে বেশি ইনভেস্ট করা বেশি গুরুত্বপূর্ণ মনে করে, স্টার বাক্সে গিয়ে কফি খাওয়ার থেকে অর্থাৎ যাই কিছু আপনার ক্যারিয়ার তৈরি করবে। সেখানেই আপনি ইনভেস্ট করুন।
৬. শিরোনামহীন থাকুন- সত্যিই বিশ্রাম পানঃ-
এই ভুল টা অনেক লোকেই করে। যে, এদের কাছে টাকা আসার সাথে সাথে এরা খরচ করা শুরু করে। যা একদম ই ভুল। আর আপনি যেহেতু এখনও এই বিজ্ঞাপন টি পডছেন, তাহলে সত্যিই আপনি জীবনে টাকা ইনকাম করতে চান। তাই যতক্ষণ না এতো টা টাকা ইনকাম না করবেন। যে সব কিছু আপনার কাছে সস্তা মনে হয়। ততক্ষণ আপনার টাকা কে সঠিক জায়গায় ইনভেস্ট করুন। কারণ আপনার টাকা কে বেশি বেশি করে ইনভেস্ট করা দরকার। যাতে এটি দীর্ঘ সময় পরে আপনার জন্য ভালো কিছু হয়। তাই চাকরি এই কারনে করবেন না। যে সেই টাকা আপনি খরচ করতে পারেন। বরং এই কারণে করুন। যে অন্যদের আপনি একদিন চাকরি দিতে পারেন।
৭। আপনার কাজে ফোকাস করুনঃ-
আপনারা প্রতিটি জিনিস ই তো শিখলেন। কিন্তু এখন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সেটা হলো আপনি কতটা ফোকাস করতে পারেন। ও কতটা মনোযোগ দিয়ে কাজ করতে পারেন। কারণ এই দুটো জিনিস ই আপনাকে কাজ করতে সাহায্য করবে। কারণ, আপনি যত ধনী হতে চান না কেন। একবার আপনার ফোকাস হারিয়ে গেলে, আপনি যেটা কখনোই পাবেন না। যা আপনি পেতে চান।
এই ছিলো ধনী হবার কিছু নিয়ম। এই নিয়ম গুলো আপনার জীবনে এপ্লাই করলে, আপনার জীবনে ধনী হওয়া গ্যারান্টি।